ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ ভেন্যুতে টি২০ বিশ্বকাপ

প্রকাশিত: ০০:০৮, ১৮ এপ্রিল ২০২১

৯ ভেন্যুতে টি২০ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী অক্টোবর-নবেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। শুরুতে এই আয়োজনের জন্য ৬টি ভেন্যু নির্ধারণ করেছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেটি বাড়িয়ে ৯টি করা হয়েছে। করোনাকালে বাড়তি বিকল্প এবং প্রস্তুতির অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত। সূচী চূড়ান্ত না হলেও জানানো হয়েছে সংস্কারের পর বিশ্বের সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। অন্য ভেন্যুগুলোর মধ্যে আছে মুম্বাই, নয়াদিল্লী, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষেèৗ। এর মধ্যে আহমেদাবাদ, লক্ষেèৗ, চেন্নাই ও হায়দরাবাদ নতুন। যেখানে ২০১৬ টি২০ বিশ্বকাপে কোন ম্যাচ ছিল না। ‘সামনে করোনা পরিস্থিতি কেমন হবে আমরা কেউই তা জানি না। তাই বলে প্রস্তুতি তো আর থেমে থাকতে পারে না। প্রস্তুতি চলবে’ বলেছেন বিসিসিআইর এক কর্মকর্তা। এদিকে ভারত আয়োজক হওয়ায় শত্রুদেশ পাকিস্তানের এই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটিও কেটে গেছে। মিসবাহ উল হক, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিরা বিশ্বকাপে ভারতের ভিসা পাবেন বলে জানিয়েছে বিসিসিআই। বিশ্বকাপে পুরো সময়ের জন্যই ভিসা দেয়া হবে তাদের।
×