ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেস্তরাঁর জরিমানা

প্রকাশিত: ২৩:৫৭, ১৮ এপ্রিল ২০২১

রেস্তরাঁর জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাসি খাবার, অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে রাজধানীর মিরপুরে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মিরপুর-১ নম্বরে এই রেস্টুরেন্টে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, জনগণকে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করাই এসব নামীদামী রেস্টুরেন্টের প্রধান উদ্দেশ্য হওয়ার কথা। কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে এসে দেখি মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ, কোন লেভেল স্টিকার নেই। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইনমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০২০ সালের ১৮ এপ্রিল ৮৬ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (পুরাতন অ্যাপোলো হাসপাতালে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট এ্যাটাক ও স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়ে পরলোক গমন করেন তিনি। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
×