ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ এপ্রিল ২০২১

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। করোনার কারণে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। শনিবার সকালে রাজধানীর ধানম-ি ৩২ নম্বরে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর সরকার পরিচালনাকারী জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ, ২ লাখ নির্যাতিত মা-বোন ও তৎকালীন অবরুদ্ধ বাংলায় স্বাধীনতার সপক্ষের আপামর জনগণের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্ব ও রণকৌশল মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে নিয়ে যায়।’ তিনি বলেন, ‘মুজিবনগর দিবসে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য ও স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে অর্থনৈতিক উন্নয়নের ভিত তৈরি করে গেছেন, সেই পথ ধরেই প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলব।’
×