ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে একদিনে সর্বোচ্চ ১৩৪১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৯, ১৮ এপ্রিল ২০২১

ভারতে একদিনে সর্বোচ্চ ১৩৪১ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সব ক’টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৩০ লাখ ১৫ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫৪৭ জন। এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি। দেশটিতে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। দেশটিতে একদিনে মৃত্যুর হিসেবে এটি করোনা মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশটিতে ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়। ভারতে করোনা এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। দুই মাসে বিশ্বে করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ ॥ বিশ্বে গত দুই মাসে করোনা সংক্রমণ হয়েছে প্রায় দ্বিগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংখ্যা আশঙ্কাজনক। সংস্থাটি এক ঘোষণায় জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস বলেন, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। তিনি বলেন, মহামারী চলাকালীন সময়ে আমরা সংক্রমণের সর্বোচ্চ হারের কাছাকাছি চলে এসেছি। তিনি আরও বলেন, কিছু দেশ যেখানে আগে সংক্রমণ খুবই কম ছিল সেখানেও এখন দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্কসহ বেশ কিছু দেশে করোনা সংক্রমণের আশঙ্কাজনক হারে বাড়ছে বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাব অনুযায়ী, গত সাতদিনে আগের সপ্তাহের তুলনায় বিশ্বে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। একই সঙ্গে মৃত্যুর হারও বেড়েছে। যা সত্যিই খুব উদ্বেগজনক। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়াল ॥ করোনা ভাইরাসের ছোবলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু-আক্রান্তের হার। এই ভাইরাস নানা সময়ে ধরন বদল করার কারণে একে প্রতিরোধ কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। টিকা আবিষ্কারের পর তার প্রয়োগও হচ্ছে। এরমধ্যে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৩০ লাখ। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ২০৬ জনের। সবচেয়ে বেশি গ্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রায় ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
×