ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে করোনা চিকিৎসায় ‘অক্সিজেন কনসেনট্রেটর’ প্রদান

প্রকাশিত: ২১:০৪, ১৭ এপ্রিল ২০২১

মুন্সীগঞ্জে করোনা চিকিৎসায় ‘অক্সিজেন কনসেনট্রেটর’ প্রদান

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা রোগীদের অক্সিজেনের চাহিদার কথা চিন্তা করে আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রমের সমন্বয়ে মুন্সীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম উল্লেখিত অক্সিজেন প্রদান করেন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের পক্ষে থেকে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এসব অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের কাছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায় ও জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. জোবায়ের ইসলাম।
×