ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় করোনাকালে কর্মহীনদের মানবিক সহায়তা প্রদানে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

প্রকাশিত: ১৭:৪১, ১৭ এপ্রিল ২০২১

খুলনায় করোনাকালে কর্মহীনদের মানবিক সহায়তা প্রদানে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাসের সংক্রমণ আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মানবেতর জীবন যাপনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। ‘করোনায় কর্মহীনদের মাঝে জেলা প্রশাসন, খুলনার মানবিক সহায়তা বিতরণ’ শীর্ষক কর্মসূচীর মাধ্যমে সিয়াম সাধনার পবিত্র রমজান মাসে কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা প্রদান করা হবে। তারই অংশ হিসেবে আজ শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে ৩০০ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) মেয়র তালুকদার শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, তেল ও কাঁচা সবজির প্যাকেট তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ প্রমুখ। এছাড়া খুলনার উপকূলীয় উপজেলা বটিয়াঘাটার প্রত্যন্ত অঞ্চেলর শতাধিক কর্মহীন মানুষকে আজ শনিবার মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। জেলা প্রশাসকের কাছ থেকে মানবিক সহায়তা সামগ্রী (চাল, ডাল, তেল, আলু ও সবজি) বিতরণ নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসন, খুলনার কর্মকর্তাবৃন্দ।
×