ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

প্রকাশিত: ১৭:১৬, ১৭ এপ্রিল ২০২১

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ঘটনাস্থলেই ইমন মুন্সী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয় আরো দু‘জন। শনিবার দুপুরে রাজৈর উপজেলা সদরে কুঠিবাড়ি এলাকায় মোফাজ্জেল হোসেন উজিরের নির্মাণাধীন ৩য় তলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে। মারাতœক আহত এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলা সদরে ভোকেশনাল ইনষ্টিটিউটের পূর্ব পাশে কুঠিবাড়ি এলাকায় মোফাজ্জেল হোসেন উজিরের নির্মাণাধীন ৩য় তলা ভবনের ২য় তলায় শনিবার দুপুরে নির্মাণ শ্রমিক ইমন ও তার সহযোগীরা কাজ করছিলো। এসময় ইমন একটি পুরানো কেমিক্যালের ড্রাম খুলতে চেষ্টা করার সময় হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্য দুই শ্রমিক এনামুল মুন্সী ও জহিরুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘আহত দু‘জনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে।
×