ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জীবিত থেকেও নির্বাচন কমিশনের গাফিলতিতে সহিদা এখন ‘মৃত’

প্রকাশিত: ১২:৪৫, ১৭ এপ্রিল ২০২১

জীবিত থেকেও নির্বাচন কমিশনের গাফিলতিতে সহিদা এখন ‘মৃত’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা সহিদা বেগম (৪৮) নির্বাচন কমিশনের গাফিলতির কারণে বেঁচে থেকেও আজ ‘মৃত’। স্বামী ফজির উদ্দিন ইসহাক ছিলেন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। মারা গেছেন এক যুগ আগে। স্বামীর মৃত্যুর পর অবসরভাতা উঠিয়ে কোনো রকম সংসার চলছিল সহিদা বেগমের। কিন্তু ‘মৃত’ বলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায়, প্রায় ১৪ মাস ধরে স্বামীর অবসরভাতা উত্তোলন করতে পারছেন না তিনি। ভোট দেয়া থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের এই বৃদ্ধা। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন অফিসে ধরনা দিচ্ছেন তিনি। উপজেলা নির্বাচন অফিসে ছয়মাস ধরে ঘুরেও কোনো লাভ হয়নি সহিদা বেগমের। তিনি বলেন, ‘আমি জানতাম না, আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে আমার নাম কর্তন করা হয়েছে। স্বামীর অবসরভাতা তুলতে ব্যাংকে গিয়ে শুনি, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আমি নাকি ‘মৃত’।’ তিনি বলেন, ‘আমি স্বাভাবিকভাবে চলাচল করছি। আমাকে কেন মৃত হিসেবে দেখিয়ে, ভোটার তালিকা থেকে নাম কাটা হলো, তার বিচার চাই। এ বিষয়ে তদন্ত করা হোক।’ এ বিষয়ে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ময়েন উদ্দিন শাহ বলেন, ‘ওই মহিলার নাম ভোটার তালিকায় ভুল বশতঃ কাটা হয়েছে। তিনি বর্তমানে জীবিত ও সুস্থ আছেন। এ বছরে ওই মহিলাকে জীবিত থাকার প্রত্যায়নপত্র দেয়া হয়েছে। দ্রুত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান, চলতি বছরের ২০ জানুয়ারি ভোটার তালিকায় ওই মহিলার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য, ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে। তার এখনও কোনো উত্তর আসে নাই। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
×