ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিধিনিষেধের তিন দিনে বায়ুদূষণ কমেছে ৩৯ শতাংশ

প্রকাশিত: ০০:২০, ১৭ এপ্রিল ২০২১

বিধিনিষেধের তিন দিনে বায়ুদূষণ কমেছে ৩৯ শতাংশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বায়ুদূষণের তালিকায় শীর্ষের দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম বরাবরই থাকে। তবে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধের দুদিন যেতেই অনেকটাই কমে এসেছে দূষণ। এতে তালিকায় পিছিয়েছে ঢাকার অবস্থান। খবর অনলাইনের। সরকারের আরোপ করা বিধিনিষেধ শুরু হয়েছে ১৪ এপ্রিল থেকে। শুরুর দুদিন পর অর্থাৎ ১৬ এপ্রিল ঢাকার বায়ুদূষণের মাত্রা কমেছে প্রায় ৩৯ শতাংশ। এছাড়া দিনের কোন কোন সময় শহরের কোথাও কোথাও ৭০ ভাগ পর্যন্তও দূষণ কমেছে। শুক্রবার স্ট্যামফোর্ড বায়ুম লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পাঠানো একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। তবে বায়ুদূষণ পরিমাণ কমার পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধ চলাকালে বন্ধ হয়েছে গণপরিবহনসহ অনেক কারখানা। গণপরিবহনের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া ও রাস্তায় ওড়া ধূলিকণা কমে যাওয়ায় বায়ুদূষণ কমেছে। এছাড়া আবর্জনা পোড়ানো বন্ধ থাকাতেও বায়ুদূষণ কম হচ্ছে।
×