ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় আইটি দক্ষতা গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ এপ্রিল ২০২১

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় আইটি দক্ষতা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিনিধি ॥ পলাশ মল্লিক বাংলাদেশের ইআরপি ইম্পিমেন্টেশন বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে এই জবমার্কেটে কাজ করার পাশাপাশি দেশের স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন তিনি। বর্তমানে ডিবিএল গ্রুপের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ওরাকল ইবিএস প্রজেক্টে। এটির মাধ্যমে প্রতিষ্ঠানটির ৩৩টি কনসার্নের জন্য ৪৬টি ওরাকল ইবিএস মডিউল পরিচালিত হয়। যেটি বাংলাদেশে পরিচালিত হওয়া অন্যতম বড় ইআরপি প্রজেক্টগুলোর অন্যতম। পলাশ মল্লিক নেতৃত্ব দিয়েছেন প্রথমবারের মতো ইথিওপিয়ার ওরাকল ইবিএস ফাইনান্সিয়ালস ইম্পিমেন্টেশনে বাংলাদেশ দলের। পলাশ মল্লিক জানান, ব্যক্তিজীবনে আমি সিএসই স্নাতক করেছেন। এরপর এমবিএ ডিগ্রী অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টি এ্যান্ড ইনফরমেশন সিস্টেমে। তার আইটি সেক্টরে ১৫ বছরের পথচলার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তিনি বলেন,‘আমি জবমার্কেটে টেক ফ্রেন্ডলি ছেলেমেয়েদের উৎসাহিত করি। দেশের আগামীর পথচলার জন্য দরকার আইটিতে দক্ষ তরুণ। আমি খেয়াল করে দেখেছি পর্যাপ্ত টেক নলেজ না থাকার কারণে আমরা বৈশ্বিক জবমার্কেটে কাজ হারাচ্ছি।’ এছাড়া তিনি আইএবিতে পার্টটাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। শেষ দশবছর ধরে পলাশ মল্লিক আইটি সার্টিফিকেশন নিয়ে তিনি সেখানে ক্লাসে শিক্ষার্থীদের লেকচার দিয়েছেন। এর আগে পলাশ মল্লিক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিঃ, এস্টোরেক্স গ্রুপেও কাজ করছেন। সিআইও হিসেবে কাজ করেছেন লজিক সফটওয়্যার লিমিটেডে। বর্ণাঢ্য আইটি ক্যারিয়ার সম্পন্ন পলাশ মল্লিক আইটি ডটকমকে বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্মকে খেয়াল রাখতে হবে পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে, নিজের পেছনে বিনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, রিস্ক না নেয়াই হচ্ছে এখন বড় রিস্ক। কোভিড আমাদের গত এক বছরে যতটা এগিয়ে দিয়েছে যেটা আমরা বিগত দশ বছরে হতে পারতাম না, আমার মতামত হলো অভিভাবকদের দিক থেকে আসা উচিত সচেতনতার কথা।’
×