ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল শিক্ষাব্যবস্থায় সৈয়দ রেজওয়ানুল হকের উদ্যোগ

প্রকাশিত: ২৩:৫২, ১৭ এপ্রিল ২০২১

ডিজিটাল শিক্ষাব্যবস্থায় সৈয়দ রেজওয়ানুল হকের উদ্যোগ

সারাদেশে যখন কোভিড পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা সামাল দেয়া কঠিন হচ্ছে, ঠিক তখন সিলেটের এক উদ্যোক্তা আশার বাণী নিয়ে দাঁড়িয়েছেন দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে। তার বানানো SLMS.APP দিয়ে ১০,০০০ এর অধিক ছাত্রছাত্রীর ১০০০ এর অধিক অনলাইন ক্লাস, ক্লাস টেস্ট নেয়া হয়েছে, যেটাকে বড় ধরনের পরিবর্তন বলছেন শিক্ষার্থীরাই। উদ্যোক্তার নাম সৈয়দ রেজওয়ানুল হক। তার সঙ্গে কথা বলে জানা গেলো ‘দেশের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের এইচ এস সি ১ বর্ষের বার্ষিক পরীক্ষা, প্রি-টেস্ট, টেস্ট, অনার্স এবং ডিগ্রীর ইন-কোর্স পড়ি। এর মধ্যে সুনামগঞ্জ সরকারী কলেজ, সিলেট সরকারী মহিলা কলেজ, দক্ষিণ সুরমা সরকারী কলেজ, সেরাজাবাদ রানা স্কুল এ্যান্ড কলেজ, সিলেট সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজ, রাঙ্গামাটি সরকারী কলেজ, সিলেট সরকারী কলেজ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এই সফটওয়্যার সল্যুশনটি ব্যবহার করছে এবং তারা দারুণভাবে এগিয়েছে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা পজেটিভ বাংলাদেশের এই তারকা বলেন, টেকনেকস্ট লিমিটেডের মাধ্যমে আমরা আরও বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করছি। তিনি বলেন, কোভিডের পরেই আমাদের আইডিয়াটি বেশ সাড়া পেলো। এটি একটা অনলাইন ক্লাস, কন্টিনিউয়াস এসেসমেন্ট / ক্লাস টেস্ট, এম সি কিউ পরীক্ষা, এসাইনমেন্ট নেবার অনলাইন সফটওয়্যার সল্যুশন। এতে ছাত্র-ছাত্রীদের সাইন আপ এবং লগইন করার সুবিধা রয়েছে। তাদের প্রত্যেকের নিজস্ব ড্যাশবোর্ড আছে যেখানে তারা আজকের ক্লাস, পরীক্ষা, ক্লাস টেস্ট, এসাইনমেন্ট দিতে পারে। মূলত, ফেসবুক লাইভ ও ইউটিউব ক্লাসের মাধ্যমে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নেয়া হচ্ছে যা ছাত্র-ছাত্রীদের ফেসবুকে ও ইউটিউবে অপ্রয়োজনীয় কনটেন্ট দেখতে বাধ্য করছে এবং তাদের প্রচুর সময় নষ্ট করছে। আমরা ইউটিউব লাইভ এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ড্যাশবোর্ডে শিডিউল অনুযায়ী দেখাচ্ছি। প্রতিটি ক্লাসের সঙ্গে ঐ বিষয়ে এসেসমেন্ট দেয়ার ব্যবস্থা আছে যাতে সে অনলাইন ক্লাসটি দেখে এবং এর বিষয়বস্তু নিয়ে সম্যক ধারণা রাখে। তার কন্টিনিউয়াস এসেসমেন্টের রেজাল্ট গ্রাফে দেখানো হয়ে পারফর্মেন্স হিসেবে, এতে সে নিয়মিত ক্লাসে অংশগ্রহণে উৎসাহী হয় ও মনযোগী হয়। এছাড়াও নিয়মিত অনলাইন এসাইনমেন্টে জমা দেবার সুবিধা রয়েছে। সবার জন্য ভিন্ন ভিন্ন সেট এ র্যা ন্ডমলি প্রশ্নপত্রের মাধ্যমে এম সি কিউ টাইপের পরীক্ষা নেবার সুবিধাও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইট বানানো এবং অনলাইন ভর্তিও Smart LMS সফটওয়্যারটি দিয়ে করা যায় সহজেই। সৈয়দ রেজওয়ানুল হকের প্রতিষ্ঠানে এ ২২ জন কর্মী কর্মরত আছেন, আমরা এলামনাই ম্যানেজমেন্ট ও অনলাইন পেমেন্ট সফটওয়্যার গ্র্যাজুয়েট নেটওয়ার্ক ৩টি এলামনাই এ্যাসোসিয়েশন বর্তমানে ব্যবহার করছে। এছাড়া বাল্ক ইমেইল পাঠানোর সফটওয়্যার MailBluster নিয়ে কাজ করছি যা BASIS - বেসিস, ইক্যাবসহ সারা ১২০টি দেশের ১১০০০+ প্রতিষ্ঠান ব্যবহার করছে। তিনি বলেন, ‘আমরা আগাতে চাই স্বপ্নের সোপানে। সরকারী পৃষ্ঠপোষকতার প্রয়োজন আমাদের আইটি উদ্যোক্তাদের, যাতে করে আমরা সরকারের উন্নয়নমুখী কাজের সঙ্গী হতে পারি।’
×