ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

প্রকাশিত: ২২:১৭, ১৭ এপ্রিল ২০২১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শুক্রবার শোক প্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় ও বরিশালের গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতারা। এছাড়া একইদিন বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় জনকণ্ঠ সম্পাদকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। কক্সবাজার ওলামা সমিতির নেতারাও শুক্রবার জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ওলামা সমিতির নেতৃবৃন্দ বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন একজন সাহসী কলম সৈনিক ও সাংবাদিক সমাজের বাতিঘর। আমরা প্রার্থনা করি-আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের মেহমান বানিয়ে রাখেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠ সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় ও বরিশালের গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির এক শোকবার্তায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী, শিক্ষা ও কারিকুলাম বিষয়ক সম্পাদক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ঐতিহ্যবাহী গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, সহ-সভাপতি নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, মধ্য জঙ্গপট্টি পিবিএম দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মজিদ, চন্দ্রহার কেআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, যুগ্ম- সম্পাদক কুতুবপুর এসইএস ডিপি’র প্রধান শিক্ষক সুধাংশু কুমার মাঝি, মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত ঘরামী, সাংগঠনিক সম্পাদক বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস, অর্থ বিষয়ক সম্পাদক বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অসিম কুমার ওঝা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ম-ল, ধর্মবিষয়ক সম্পাদক আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহাদাৎ হোসেন, কার্যনির্বাহী সদস্য মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন, পূর্ব হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউল ইসলাম, পিঙ্গলাকাঠী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার কর্মকার মরহুম আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আমতলী ॥ জনকণ্ঠ সম্পাদক মোঃ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ইউনিয়ন কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সংবাদপত্র জগতের প্রাণপুরুষ আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে শোকসভায় সভাপতিত্ব করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ হোসাইন আলী কাজীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সিনিয়র সাংবাদিক পরিতোষ কর্মকার, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম, মোঃ মাহবুবুর রহমান টিটু বিশ্বাস ও মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা জনকণ্ঠ সম্পাদকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার বর্ণাঢ্য সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। কক্সবাজার ॥ জনকণ্ঠ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার ওলামা সমিতির নেতারা। সমিতির সভাপতি মৌলানা আবদুল কাদের, সাধারণ সম্পাদক মিশকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার সুপার মৌলানা সেলিম উল্লাহ ও সদস্য মৌলানা ছৈয়দ হোসেন, মৌলানা অছিয়র রহমান, আবদুল জব্বার, আজিজুর রহমান, ছলিম উল্লাহ, নুরুল কাদের, ও মোহাম্মদ নূর বলেন, আকর্ষিকভাবে আমরা সাংবাদিকতা জগতে এক পথ প্রদর্শককে হারিয়েছি। শ্রদ্ধা ভরে স্মরণ করি এম.এ খান মাসুদকে। জাতির একজন নিঃস্বার্থ পথ প্রদর্শক ছিলেন তিনি। তিনি সর্বপ্রথম চার বিভাগ থেকে একইসঙ্গে পত্রিকা প্রকাশ করে পাঠক সমাজের মন জয় করেছেন। দেশ-বিদেশে কোথায় কী ঘটেছে, তা ঘুম থেকে উঠেই আমাদের জানার ভাগ্য হয়েছিল। আপোসহীন সংবাদিকতায় অনেককিছু শিখিয়ে গেছেন তিনি। নেতৃবৃন্দ আরও বলেন, এম.এ খান মাসুদ ছিলেন একজন সাহসী কলম সৈনিক এবং সাংবাদিক সমাজের বাতিঘর। আমরা প্রার্থনা করি-আল্লাহ পাক তাকে যেন বেহেস্তের মেহমান বানিয়ে রাখেন।
×