ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাজ খুঁজতে আসা তরুণী গণধর্ষণের শিকার

প্রকাশিত: ২১:৪৮, ১৭ এপ্রিল ২০২১

কাজ খুঁজতে আসা তরুণী গণধর্ষণের শিকার

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া এলাকায় কাজ খুঁজতে আসা এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিল্প এলাকা সারেং কলোনিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার থানায় মামলা করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ কাজ খুঁজতে আসা এক কর্মজীবী তরুণী (২৫) বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার বাগড়া এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মামুন প্রামানিক (৩৫), সোহাগ সরকার (২২) ও আব্দুল খালেক (৫০)। তবে অপর এক ধর্ষক পলাতক রয়েছেন। তাদের সকলের বাড়ি শেরপুর উপজেলায়। পুলিশ জানায়, ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার ওই তরুণী বৃহস্পতিবার বিকেলে পাশের শেরপুর উপজেলায় গৃহকর্মীর কাজ খুঁজতে আসেন। কাজের জন্য কয়েকটি বাড়িতে খোঁজ নিয়ে কাজ না পেয়ে বাড়িতে ফেরার জন্য ধুনট মোড় এলাকায় অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে গ্রেফতারকৃতরা তার নিকট এসে জানায় বাগড়া এলাকায় এক বাসায় কাজ আছে। সেখানে কাজের কথা বলে এই তরুণীকে ৩ জন নিয়ে যায়। রাত ৯টার দিকে কুশম্বি ইউনিয়নের বাগড়া এলাকার এক ব্যক্তির পুকুর পাড়ে নিয়ে গিয়ে ৪ জন তরুণীকে ধর্ষণ করে। রাঙ্গামাটি ॥ জেলার কাপ্তাই উপজেলার শিল্প এলাকা সারেং কলোনিতে ৫ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণ চেষ্টায় শুক্রবার থানায় মামলা হয়েছে। কাপ্তাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার সময় তারাবির নামাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আলমগীরের ছেলে মোঃ আরিফ শিশুটিকে একশ’ টাকার লোভ দেখিয়ে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে শিশুটির চিৎকারে শিশুটির মা নামাজ ভেঙ্গে দৌড়ে শিশুটির কাছে গেলে আরিফ শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
×