ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আঙুলের অস্ত্রোপচারে ৩ মাস মাঠের বাইরে স্টোকস

প্রকাশিত: ২১:১৫, ১৬ এপ্রিল ২০২১

আঙুলের অস্ত্রোপচারে ৩ মাস মাঠের বাইরে স্টোকস

অনলাইন ডেস্ক ॥ বেন স্টোকসের মাঠের বাইরের সময়টা আরও দীর্ঘ হচ্ছে। আঙুলের চোট পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচার করাতে হবে ইংলিশ এই অলরাউন্ডারের। আইপিএলে গত সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ লং অন থেকে দৌড়ে এসে মুঠোয় নেওয়ার সময় ঘটে এই ঘটনা। আঙুল ভেঙে যাওয়ায় এবারের আইপিএলে আর কোনো ম্যাচ তিনি খেলতে পারবেন না বলে পরদিন নিশ্চিত করে তার দল রাজস্থান রয়্যালস। তবে দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানাল, স্টোকসের চোটাক্রান্ত বাঁ হাতের তর্জনীতে অস্ত্রোপচার করাতে হবে। তা থেকে পুরোপুরি সেরে উঠতে তার ১২ সপ্তাহের মতো সময় লাগতে পারে। শনিবার দেশে ফিরবেন স্টোকস। একদিন পর লিডসে হবে তার অস্ত্রোপচার। ইংল্যান্ডের আসছে সিরিজগুলোতেও স্টোকসকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। আগামী জুনে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তার না থাকা অনেকটাই নিশ্চিত। পরের মাসে পাকিস্তানের বিপক্ষে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সময়মতো সেরে না উঠলে এই সময়ও তাকে থাকতে হতে পারে মাঠের বাইরে।
×