ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাণী ও মৎস্য সম্পদের পক্ষে নীলফামারীতে আমিষ বিক্রয় শুরু

প্রকাশিত: ১৬:৩১, ১৫ এপ্রিল ২০২১

প্রাণী ও মৎস্য সম্পদের পক্ষে নীলফামারীতে আমিষ বিক্রয় শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ন্যায় নীলফামারীতে ন্যায্যমূল্যে আমিষ জাতিয় মাছ, মাংস, মুরগী, দুধ, ডিম ও বিভিন্ন প্রাণীজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা সংক্রমণ সংকটে সাধারণ ভোক্তাদের কমমূল্যে এসব ভোগ্যপণ্য কম মূল্যে বিক্রয়ে ব্যাপক সারা পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান ট্রাকে করে এই সকল বিক্রয় করতে দেখা যায়। জেলা শহরের বাবুপাড়ার ফজলে রাব্বী জানান, দুই লিটার দুধ ক্রম করলাম। বাজারে ৬০টাকা লিটার হলেও ভ্রাম্যমান ট্রাকে ৫০ টাকা লিটারে পাওয়া যাচ্ছে। শাহীপাড়ার মোশারফ হোসেন জানান, বাজার গরুর মাংসের কেজি ৫২০ টাকা। ভ্রাম্যমান ট্রাকে ৪৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তাই দেড় কেজি গরুর মাংস ক্রয় করেছি। সদর উপজেলা প্রাণীসম্পদ দফতরে নিযুক্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) আল মাসুদ জানান, জেলা শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ন্যায্যমূল্যে মাছ, মাংস, মুরগী, দুধ, ডিম ও বিভিন্ন প্রাণিজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। সকাল ১১টা থেকে বিকাল ৩ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এতে গরুর মাংস প্রতি কেজি ৪৮০ টাকা, ডিম ২৭ টাকা হালি, গাভীর দুধ লিটার প্রতি ৫০ টাকা, বয়লার মুরগী ২২০ টাকা কেজি ও মাছ বাজারকৃত মূল্য থেকে ২০-৫০ টাকা কম করে বিক্রি করা হচ্ছে। জেলা শহরের গাছবাড়ি, বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কালিবাড়ি মোড়, আনন্দবাবুর পুল, পিটিআই মোড়, ডিসি মোড়, চৌরঙ্গী মোড়, শহীদ মিনার মোড়, পাঁচ মাথা মোড়, কবরস্থান মোড় সহ বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ বিক্রয় চলবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোনাক্কা আলী জানান, করোনা পরিস্থিতিতে ও পবিত্র রমজান মাস সামনে রেখে জনসাধারণের কাছে বাজার মূল্যের চেয়ে কমমূল্যে আমিষ বিক্রি করা হবে। তবে সাধারণ ভোক্তাদের কাছে গাভীর দুধ ও ডিমের চাহিদা সব থেকে বেশি। জেলা প্রশাসক হাফিজুর রহমান বলেন জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার মৎস্য দপ্তর ও প্রাণিস¤পদ দফতর স্থানীয় ডেইরী ও পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
×