ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে জাতীয় পতাকার আদলে ধানের আবাদ

প্রকাশিত: ১৫:৫৪, ১৫ এপ্রিল ২০২১

শেরপুরে জাতীয় পতাকার আদলে ধানের আবাদ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে এবার পতাকা সদৃশ ধান ক্ষেতে আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলার ধানশাইল এলাকায় নূরে আলম সিদ্দিকীর এক খন্ড আবাদি জমিতে সবুজ ধানের মাঝে বেগুনি রঙের ধানের আবাদে ওই আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় ধানশাইল উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলমের ওই ব্যতিক্রমী ধান ক্ষেত দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার কৌতুহলী মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ কেউ থমকে দাঁড়িয়ে জানার চেষ্টা করছেন, এটি কি ধান ? ধানের এমন অবস্থাই বা কি করে হলো? অনেকেই তুলছেন সেলফি। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর ‘পার্পল লিফ রাইস’ নামে ওই ধান। ওই ধান গাছের পাতা ও কাণ্ডের রং বেগুনি। এর চালের রংও বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত ওই ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান। শিক্ষক নূরে আলম সিদ্দিকী ইউটিউবে বেগুনি রঙের ‘পার্পল লিফ রাইস’ নামের ওই ধান দেখে তা চাষাবাদে তার মাঝেও আগ্রহ জাগে। ফলে ওই ধানের বীজ সংগ্রহের অনেক চেষ্টার পর পাশ্ববর্তী শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের মাধ্যমে স্থানীয় আদিবাসী এক কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করেন তিনি। এখন পরীক্ষামূলকভাবে ২ খ- জমিতে ধান রোপণ করেন। ১৫ এপ্রিল সরেজমিনে দেখা যায়, প্রায় এক একর জমিতে ‘বাংলা মতি’ ও কাটারিবুগ’ নামের ২ জাতের ধানের আবাদ। চারপাশে সবুজ ধানখেতের চর্তুভুজ ও মাঝখানে বৃত্ত আকৃতির বেগুনি রঙের ধানের আবাদ। চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি রঙের ওই ধান গাছ চারদিকে মুগ্ধতা ছড়িয়েছে, সৃষ্টি করেছে জাতীয় পতাকা সদৃশ এক বিরল দৃশ্যের। নতুন ওই ধান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এর আগে কখনও এ উপজেলায় এ ধানের চাষ দেখিনি। এবার সীমিত পরিসরে হলেও বেগুনি রঙা ওই ধান চাষ এলাকায় মুগ্ধতা ছড়িয়েছে। ফলন ভালো হলে উৎপাদিত ধানগুলো বীজ আকারে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওই ধানের পুষ্টিমান বেশি হওয়ায় আগামীতে আবাদও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, ওই ধানের চালের ভাত খেতেও সুস্বাদু। এছাড়া ওই ধান ডায়েবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।
×