ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে লকডাউন সফল করতে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রকাশিত: ১৩:৫৫, ১৫ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জে লকডাউন সফল করতে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে জেলার সর্বত্র প্রধান প্রধান সড়ক ও রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিন ও বুধবার প্রথমদিনে ব্যস্ততম শহরে কোথাও বানিজ্য বিতান দোকান পাট খোলা নেই। লকডাউন ও রোজার প্রথমদিনে শহরে মানুষের আনাগোনাও কম ছিল। তবে দ্বিতীয় দিনের প্রথমভাগে রিকশাসহ হালকা যান চলাচল করেছে। লোক সমাগদও কম ছিল। অতি পরিচিত সিরাজগঞ্জ জেলা শহর গত দুইদিনে পাল্টে গেছে। এ যেন অন্য রকম শহর। সরকার ঘোষিত পুলিশ বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হচ্ছে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না। সরেজমিনে দেখা গেছে,শহরের চৌরাস্তা, বগুড়া বাসস্ট্যান্ড, মুক্তা প্লাজা, বাজার ষ্টেশন, ইবি রোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়েছেন। পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর নির্দেশ শতভাগ সফল করতে তারা মাঠপর্যায়ে কাজ করছেন। জরুরি প্রয়োজন ছাড়া গত দু’দিনে তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না।
×