ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৩:২০, ১৫ এপ্রিল ২০২১

মাদারীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌশুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবচর উপজেলা চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে কৃষি অফিস। শিবচর পৌরসভাসহ উপজেলার ১৯ ইউনিয়নের ৮‘শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন-অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
×