ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যানবাহন পারাপারের ব্যাপারে যা জানাল দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ এপ্রিল ২০২১

যানবাহন পারাপারের ব্যাপারে যা জানাল দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ

অনলাইন রিপোর্টার ॥ সর্বাত্মক লকডাউনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। এসব পণ্যবাহী ট্রাক পারাপারে অনুমতি পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি শাখা ব্যবস্থাপক ফিরোজ খান এ তথ্য জানান। তিনি জানান, সর্বাত্মক লকডাউন ঘোষণায় তারা ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রেখেছেন। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হয়েছে। সেটিও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত এসব পণ্যবাহী ট্রাক পারাপারের অনুমতি দেয়া হয়েছে। ট্রাকের সঙ্গে ব্যক্তিগত বা অন্য যানবাহন পারাপার হবে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন যদি অনুমতি দেয় হবে, না দিলে হবে না।’
×