ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করেনা : ঘরোয়াভাবে চলছে বৈসু উৎসব

প্রকাশিত: ১৮:৫২, ১৪ এপ্রিল ২০২১

করেনা : ঘরোয়াভাবে চলছে বৈসু উৎসব

অনলাইন রিপোর্টার ॥ পার্বত্য চট্টগ্রামে চলছে পাহাড়িদের বর্ষবরণ ও বিদায়ের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি। মহামারি করোনার কারণে এবার উৎসবের কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও পারিবারিকভাবে উৎসবটি খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি গ্রামে উদযাপিত হচ্ছে। বুধবার (১৪ এপ্রিল) ত্রিপুরা সম্প্রদায়ের মূল উৎসব বৈসু। এরপর সারাদিন ত্রিপুরাদের ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। মূল বৈসু বা বিসুমার প্রধান আকর্ষণ থাকে পাজন, যা কমপক্ষে ৩১ থেক ১০১টি বিভিন্ন প্রকার সবজির মিশ্রণে রান্না করা হয়। পাহাড়ি জনগোষ্ঠী মনে করে, এটি যেহেতু বিভিন্ন প্রকার সবজি একত্র করে রান্না করা, সেহেতু এটি ঔষধি গুণসমৃদ্ধ একটি তরকারি। পাজন ছাড়া প্রতিটি ঘরে ঘরে থাকে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। পরিবেশন করা হয় মুখরোচক খাবার। এদিন পাড়া-প্রতিবেশী স্বজন সবাইকে আপ্যায়ন করে ত্রিপুরা সম্প্রদায়। পাহাড়ের বৈসাবী এখন একটি সর্বজনীন উৎসব। এখানে পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালিরা বেড়াতে যান তাদের বন্ধুবান্ধবের বাড়িতে। বৈসু উপলক্ষে প্রতিটি গ্রামে গরিয়া নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন থাকলেও এবার তা হচ্ছে না। কিন্তু বৈসু উৎসবে পৃথিবী থেকে করোনা মহামারি দূর হওয়ার প্রত্যাশা করেছে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী আমরা বৈসু উৎযাপন করি। এবার অনেকটা ঘরোয়াভাবে উদযাপন করছি। বৈসুতে আমারা নানা আনুষ্ঠানিকতা উৎযাপন করি। প্রার্থনা করি পৃথিবী থেকে করোনা দূর হয়ে যাক।
×