ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দৌলতদিয়ায় ফেরি বন্ধ, অপেক্ষায় কয়েকশ পণ্যবাহী ট্রাক

প্রকাশিত: ১৫:১২, ১৪ এপ্রিল ২০২১

দৌলতদিয়ায় ফেরি বন্ধ, অপেক্ষায় কয়েকশ পণ্যবাহী ট্রাক

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও কিছু ব্যক্তিগত ছোট গাড়ি। জানা গেছে, সরকারের নির্দেশনায় ভোর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। তবে এ সময় সকল ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ থাকলেও সীমিত সংখ্যক ফেরি দিয়ে লাশবাহী ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। এছাড়া এ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। সড়কে বিচ্ছিন্নভাবে দু'একটি অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চোখে পড়েনি। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, সরকারের নির্দেশনায় তারা ফেরি চলাচল বন্ধ রেখেছেন। লাশবাহী বা রোগীবাহী অ্যাম্বুলেন্স এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে পারাপার করা হচ্ছে। এছাড়া ঘাটে পণ্যবাহী ট্রাক ও কিছু ছোট গাড়ি আছে।
×