ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেফতার

প্রকাশিত: ০১:১৫, ১৪ এপ্রিল ২০২১

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ শাপলা চত্বরের তাণ্ডবের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ওয়ারি) আজহার মুকুল জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল, তার প্রভাব যাত্রাবাড়ীতেও গিয়ে পড়ে। হেফাজত নেতাকর্মীরা শাপলা চত্বর ছেড়ে চলে যাওয়ার সময় যাত্রাবাড়ীতে ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় পরের দিন বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়। এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হেফাজতের কেন্দ্রীয় কমিটির এই নেতা দীর্ঘদিন পলাতক ছিল জানিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে গ্রেফতার করা হয়। ইলিয়াস রিমান্ডে ॥ এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদীকে জিজ্ঞাসাবাদে সাত দিনের হেফাজত পেয়েছে কেরানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসান মঙ্গলবার তার রিমান্ড মঞ্জুর করেন। খবর বিডিনিউজের।
×