ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লকডাউন শেষে দোকানপাট খুলে দেয়ার দাবি

প্রকাশিত: ০০:৪৯, ১৪ এপ্রিল ২০২১

লকডাউন শেষে দোকানপাট খুলে দেয়ার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। তাদের মতে, জীবন-জীবিকা ও অর্থনীতির স্বার্থে সাতদিন বিধিনিষেধ পালনের পর ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়ার যথাযথ ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি রেস্তরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া প্রমুখ। সাতদিন পর দোকান ও বিপণিবিতান খুলে দেয়ার দাবির পেছনে সমিতির নেতারা যুক্তি দিয়েছেন, ব্রাজিলে করোনায় একদিনে চার হাজার লোক মারা যাওয়া সত্ত্বেও দেশটির সরকার অর্থনীতি বাঁচিয়ে রাখার স্বার্থে লকডাউন করবে না বলে ঘোষণা দিয়েছে।
×