ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালথার ঘটনায় দু’জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ২৩:৩৯, ১৪ এপ্রিল ২০২১

সালথার ঘটনায় দু’জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, এপ্রিল ॥ ঢাকা থেকে বিএনপির একটি আইনজীবী প্রতিনিধি দল মঙ্গলবার ফরিদপুরের সালথায় তা-বে ক্ষতিগ্রস্ত উপজেলা কমপ্লেক্স এলাকা পরিদর্শনে আসবে এমন খবর পেয়ে লাঠি হাতে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা-ফরিদপুর সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এদিকে গত ৫ এপ্রিল তা-বের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মোট ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। ঢাকা থেকে বিএনপির একটি আইনজীবী প্রতিনিধি দল ফরিদপুরের সালথায় আসা ঠেকাতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর-সালথা সড়কের গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া, বালিয়া বাজার, কাউলিকান্দার মোড়, উপজেলা কমপ্লেক্সের সামনে লাঠি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কাউলীকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়াসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
×