ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গানে ফিরছেন পপি

প্রকাশিত: ২১:৩০, ১৪ এপ্রিল ২০২১

গানে ফিরছেন পপি

সংস্কৃতি ডেস্ক ॥ সোহেল আরমান, বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সন্তান। একজন অভিনেতা হিসেবে সোহেল আরমান যেমন সমাদৃত হয়েছেন ঠিক তেমনি নাটক/চলচ্চিত্র পরিচালক, গীতিকার হিসেবেও সফল হয়েছেন। সোহেল আরমানের হাত ধরেই গানে ফিরলেন তারই স্ত্রী শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী জান্নাতুল ফেরদৌসি পপি। পড়াশুনা, বিয়ে এবং বিয়ে পরবর্তী শিক্ষকতা জীবন নিয়ে পপি এতটাই ব্যস্ত হয়ে উঠেন যে গানে তার আর ফেরা হয়নি। কিন্তু এবার মোটামুটি সবকিছু ভালভাবে গুছিয়ে নিয়েছেন বিধায় আবারও গানের ভুবনে ফেরা হচ্ছে তার। তাও আবার তারই স্বামী সোহেল আরমানের লেখা ও সুর করা তিনটি গান দিয়ে ফিরছেন তিনি। গান তিনটি হচ্ছে ‘তোরে ছাড়া বাঁচবো না’,‘তারাগুলো নিভে গেছে নাকি’ ও ‘খোলা হাওয়ায়’। আবারও গানে ফেরা এবং সোহেল আরমান প্রসঙ্গে পপি বলেন, ব্যক্তি সোহেল আরমান এবং অভিনেতা, নির্মাতা, গীতিকার সোহেল আরমান দু’জনই এককথায় অসাধারণ। তার দুটো সত্তা মিলিয়ে যে অনন্য সোহেল আরমান, সেখানে আমি সত্যিই কিছুই না। তার ভালবাসার কাছে আমি বারবার হেরে যাই। সেই মানুষটির লেখা এবং সুর করা গান দিয়ে আবারো আমার গানের ভুবনে ফেরা হচ্ছে, এটা নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের, ভাললাগার। সোহেল আরমান বলেন, পপিকে দেখে প্রথমত তার সততা’র প্রেমে পড়ি, তার সততায় মুগ্ধ হই আমি। লেখাপড়া নিয়ে তার প্রবল আগ্রহ এবং পরবর্তীতে তার শিক্ষাগত যোগ্যতাও আমাকে প্রবলভাবে মুগ্ধ করে। পরবর্তীতে তার কণ্ঠের মাধুর্যতাতেও মুগ্ধ হই।
×