ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ১৩:৪৬, ১৩ এপ্রিল ২০২১

পটিয়ায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। সে সালেহ আহমদের পুত্র। তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো নতুন। ধারনা হচ্ছে এসব কার্তুজ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি এনেছেন। স্থানীয়রা জানিয়েছেন, মাইকেল জসিম ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত। জানা গেছে, পটিয়া থানা পুলিশ গত কয়েকদিন ধরে হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ পটিয়ায় অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার রাতে জঙ্গলখাইনে হেফাজতের কয়েকজনকে পুলিশ গ্রেফতার করতে যান। এক পযার্য়ে সন্ত্রাসী জসিমের বাড়িতে অভিযান চালান। এসময় সন্ত্রাসী জসিমের ঘরের ছাদে পরিত্যক্ত অবস্থায় ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ জসিমকে গ্রেফতার করতে পারেনি। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পুলিশ গত কয়েকদিন ধরে পটিয়ায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে হেফাজত গত ২৬ মার্চ বিক্ষোভের নামে পটিয়া থানায় ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলাও হয়। এর প্রেক্ষিতে পুলিশ পটিয়ায় অভিযান শুরু করেছে। ৩'শ পিচ কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×