ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বোরো ধান কাটা শ্রমিকরা পরিবহন সুবিধা পাবেন

প্রকাশিত: ১১:৫৭, ১৩ এপ্রিল ২০২১

বাগেরহাটে বোরো ধান কাটা শ্রমিকরা পরিবহন সুবিধা পাবেন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া আট দিনের ‘কঠোর লকডাউনের’ মধ্যে বাগেরহাটে বোরো ধান কাটা শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় পরিবহন (যাতায়াত) করা হবে। যেহেতু বোরো ধান কাটা শুরু হয়েছে, তাই সড়ক ও নৌ-পথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাধানে বিশেষ যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে তাদের নেওয়া হবে।’ করোনা মোকাবেলায় সরকারী ত্রাণ তৎপরতা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক তত্ত্বাধানে বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব মাহফুজা আক্তারের সভাপতিত্বে সোমবার রাতে অনুষ্টিত জরুরী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্টিত এসভায় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতর ও বিভাগের কর্মকর্তা, শ্রেণী ও পেশার দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেখ তন্ময় বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সার্বিক সমন্বয় খুবই জরুরী। দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এসময়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহব্বান জানান। ত্রাণ তৎপরতা-সহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সুরক্ষার ক্ষেত্রে তিনি জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করেন। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব সমাপনী বক্তব্যে বলেন, বিশ্ব আজ করোনার মহাবিপর্যয় অতিক্রম করছে। তাই আমাদের সকলকে একসাথে আন্তরিকতায় এ দুর্যোগের মোকাবেলা করতে হবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও কাউন্সিলিং নিশ্চিত করতে হবে।’ বাগেরহাট জেলা কৃষিসম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, চলতি বছর এ জেলায় ৫৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এবার জেলায় কমপক্ষে ৩ লক্ষ ৯২ হাজার ৬১৭ মেট্রিকটন বোরো ধান উৎপাদন হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
×