ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইপিএল ॥ রোমাঞ্চ জাগিয়েও হারল রাজস্থান

প্রকাশিত: ০১:২৬, ১৩ এপ্রিল ২০২১

আইপিএল ॥ রোমাঞ্চ জাগিয়েও হারল রাজস্থান

জনকণ্ঠ ডেস্ক ॥ মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সোমবার রাতে আসরের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ রানে হেরেছে রাজস্থান। টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে রাজস্থান। খবর ক্রিকইনফোর। মূল পেসার জোফরা আর্চার ইনজুরিতে ছিটকে পড়ায় আইপিএলের চলতি আসরে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু নিজের নতুন দলের হয়ে অভিষেক রাঙাতে পারলেন না বাংলাদেশী বাঁহাতি পেসার। রান খরচ করলেন দেদারসে। আর তার দল রাজস্থানও হার দিয়েই আসর শুরু করল। যদিও রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে শেষ বল পর্যন্ত লড়ে গেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ তিন ওভারে জেতার জন্য রাজস্থানের দরকার ছিল ৪০ রান। ক্রিজে ছিলেন মূল ভরসা হয়ে থাকা অধিনায়ক স্যামসন। ঝেই রিচার্ডসনের করা ইনিংসের ১৮তম ওভারের প্রথম ৩ বলে ২ চার ও এক ছক্কায় আইপিএল অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পান এই ডানহাতি, তাও মাত্র ৫৪ বলেই! ৬৩ বলে ১১৯ রানের দুর্দান্ত এই ইনিংসটি ১২টি চার ও ৭টি ছক্কায় সাজানো। এটা আবার চলতি আসরের প্রথম সেঞ্চুরিও বটে। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় জয়ের মালা পরা হলো না তার।
×