ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্প্যানিশ লা লিগা

ছন্দ হারিয়ে অসহায় এ্যাটলেটিকো

প্রকাশিত: ০০:০৬, ১৩ এপ্রিল ২০২১

ছন্দ হারিয়ে অসহায় এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ একসময় মনে হচ্ছিল এবার স্প্যানিশ লা লিগার শিরোপা যাচ্ছে এ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে। একটা সময় দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার চেয়ে ১০ পয়েন্টেরও বেশি এগিয়ে ছিল দিয়াগো সিমিওনের দল। কিন্তু গত কয়েক ম্যাচে ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন ব্যবধান কমে এসেছে মাত্র ১/২ পয়েন্টে। বর্তমানে ৩০টি করে ম্যাচশেষে শীর্ষে থাকা এ্যাটলেটিকোর পয়েন্ট ৬৭। দুইয়ে থাকা রিয়ালের ভা-ারে জমা ৬৬ পয়েন্ট। ৬৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। রবিবার রাতে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্যবধান আরও কমে গেছে এ্যাটলেটিকোর। সর্বোচ্চ গোলদাতা ১৯ গোল করা লুইস সুয়ারেজকে বাইরে রেখেও পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে যায় এ্যাটলেটিকো। গোলটি করেন বেলজিয়ামের ফুটবলার ইয়ানিক ক্যারাসকো। ২০ মিনিটে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে বেটিস। এ্যালেক্স মোরিনোর ক্রসে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ান টেলো। ধারাবাহিক ব্যর্থতায় পয়েন্টের ব্যবধান কমলেও এখনও শীর্ষে এ্যাটলেটিকো।
×