ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল শুধরে লঙ্কায় জয় চান সুজন

প্রকাশিত: ০০:০৬, ১৩ এপ্রিল ২০২১

ভুল শুধরে লঙ্কায় জয় চান সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশের মাটিতে সর্বশেষ ৫ টেস্টেই ইনিংস ব্যবধানে হারের লজ্জা বরণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবার সর্বশেষ ঘরের মাটিতে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছেও দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ক্রিকেটারদের খেলার প্রক্রিয়ার মধ্যে কোন ভুল দেখছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে দলগতভাবে বেশ কিছু ভুল রয়েছে বাংলাদেশের, সে জন্যই ভাল কোন ফল আসছে না। এবার শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই টেস্টের সিরিজে সেসব ভুল শুধরে দলগতভাবে দারুণ পারফর্মেন্স করার আশা সুজনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান এবার টিম লিডার হিসেবে শ্রীলঙ্কাগামী দলের সঙ্গে গেছেন। বিমানে ওঠার আগেই এই আশাবাদ ব্যক্ত করে সুজন চান লঙ্কায় জয় ছিনিয়ে নিতে। টানা হারের বৃত্তে রয়েছে বাংলাদেশ দল। মুমিনুল হক অধিনায়ক হওয়ার পর থেকে শুধু লজ্জাজনক হারই দেখেছেন। শুধু ঘরের মাটিতে জিম্বাবুইয়ের বিপক্ষে গত বছর একটি জয় ছাড়া বাকি ৮ টেস্টেই বাজে পরাজয়। তবে ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারই ভাল কিছু পারফর্মেন্স দেখিয়েছেন। সমস্যাটা মূলত দলগতভাবে জ্বলে উঠতে না পারা। এ বিষয়ে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দলের টিম লিডার সুজন বলেন, ‘আমরা জানি আমাদের সামর্থ্য আছে। যদিও আমরা নিউজিল্যান্ডে ভাল খেলতে পারিনি, কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলব। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, আমি মনে করি আমরা সক্ষম।’ অবশ্য দেশের মাটিতে লঙ্কানরা কঠিন প্রতিপক্ষ। তাছাড়া কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও দুই টেস্টের সিরিজ ড্র করেছে তারা। এ নিয়ে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা দক্ষতার দিক থেকে পিছিয়ে নেই, ভাল দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশাকরি ভাল করব। অবশ্যই আমরা চাই জিততে। যে দল ভাল খেলবে তারাই জিতবে। পাঁচদিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা ৪ দিন নিয়ন্ত্রণ করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’ তারপর তো আমরা অনুশীলনের সুযোগ পাচ্ছি, নিজেদের মধ্যে কথাবার্তা হবে। হোটেলের বাইরে না গেলেও এটা একদিক দিয়ে ভাল। ছেলেদের বিশ্রাম হবে। শারীরিক দিক থেকে ফিট থাকবে।’ দলের সঙ্গে যাওয়া সব ক্রিকেটারই বেশ ফিট আছেন বলে জানিয়েছেন সুজন। কিন্তু মাঠের পারফর্মেন্স কেন সেভাবে ক্রিকেটাররা দেখাতে পারছেন না সেদিকেই মনোযোগ দেবেন তিনি। সুজন বলেন, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা মাঠে গিয়ে পারফর্মেন্সটা কেন হচ্ছে না সেটি একটা বড় ব্যাপার। প্রক্রিয়াগুলো কিন্তু খারাপ বলব না আমি। দল হিসেবে খেলতে হবে আমাদের, ব্যক্তিগত পারফর্মেন্স অনেক দেখেছি আমরা। এখনই সময় আমরা বাংলাদেশ দল হিসেবে খেলতে চাই।’
×