ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবকে ওপরে চান ভোগলে

প্রকাশিত: ০০:০৫, ১৩ এপ্রিল ২০২১

সাকিবকে ওপরে চান ভোগলে

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে মিশন শুরু করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর। যেখানে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন টাইগার অলরাউন্ডার। তার আগে অবশ্য সাত নম্বরে নেমে ৫ বল খেলার সুযোগ পেয়ে আউট হয়েছেন ৩ রানে। ব্যাটিংঅর্ডারে সাকিবকে আরও ওপের দেখতে চান প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ৬ উইকেটে ১৮৭ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোরে জয়ের ভিত গড়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার নিতিশ রানা (৫৬ বলে ৮০)। মুম্বাই ও চেন্নাইর পর আইপিএলে তৃতীয় দল হিসেবে কেকেআরের এটি ছিল ১০০তম জয়। এম চিদম্বরম স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আজ ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বোলিংয়ে কেকেআর ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক ইয়ন মরগান। বাঁহাতি স্পিনার সাফল্য পান নিজের প্রথম ডেলিভারিতেই। কাট করতে গিয়ে ব্যাটে লেগে বোল্ড ঋদ্ধিমান সাহা। এই ওভারে মাত্র ১ রান দিয়ে সাকিবের উইকেট একটি। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ৪-০-৩৪-১। একাদশে জায়গা পেতে সাকিবের মূল লড়াইটা সুনীল নারাইনের সঙ্গে। নিষিদ্ধ হওয়ার আগে খেলেছিলেন হায়দরাবাদে। গত মৌসুমে তাকে ছেড়ে দেয়া দলটির বিপক্ষে সাতে নেমে ইনিংসের শেষ বলে আউট হন তিনি, ৫ বলে করেন ৩ রান। ব্যাটিংয়ে সাকিবকে আরও ওপরে দেখতে চান ভোগলে, ‘সে ব্যাটিং অলরাউন্ডার। আপনি যদি তাকে বোলার হিসেবে খেলান তাহলে এক পয়েন্ট থেকে আমরা নারিনকে দেখতে পারি। আপনি যদি তাকে ব্যাটসম্যান হিসেবে ভাবেন এবং সে যদি তিন ওভারও বল করে দেয় কিংবা ছন্দে থাকলে চার ওভারও করতে পারে। তখন আমি মনে করি সাকিবের ভূমিকাটা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও যোগ করেন, ‘সাকিব বোলিং করল আর তখন আপনার অনুভূতি হলো ঠিক আছে আর কিছু হওয়ার নেই। সে চার ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন সে কি করল!! কিন্তু তারপরও দেখেন ওর বোলিং ফিগার ভাল, সাড়ে আট ইকোনমিতে (৮.৫০) বোলিং করেছে।’
×