ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি’এ

শিরোপার পথে ইন্টার, জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০০:০৫, ১৩ এপ্রিল ২০২১

শিরোপার পথে ইন্টার, জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১০ সালের পর ইতালিয়ান সিরি’এ লীগে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে ইন্টার মিলান। এই মিশনে রবিবার রাতে ক্যাগলিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে এ্যান্টোনিও কন্টের দল। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার মাট্টেও ডার্মিয়ান। এ নিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার। টানা নয় বছর সিরি’এ লীগের ট্রফি জেতা জুভেন্টাসের এবার মসনদ রক্ষা হচ্ছে না বলেই মনে হচ্ছে। আর মাত্র ৮টি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। এমন সময় তিনে আছে তুরিনের বুড়িরা। পরশু রাতে জুভরা ৩-১ গোলে হারিয়েছে জেনোয়াকে। অন্যান্য ম্যাচে নেপোলি ২-০ গোলে স্যাম্পদোরিয়াকে, রোমা ১-০ গোলে বোলোগনাকে ও আটালান্টা ৩-২ গোলে হারিয়েছে ফিওরেন্টিনাকে। বর্তমানে ৩০টি করে ম্যাচশেষে শীর্ষে থাকা ইন্টারের পয়েন্ট ৭৪। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট কম। অর্থাৎ মিলানের পয়েন্ট ৬৩। ৬২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। চারে উঠে আসা আটালান্টার পয়েন্ট ৬১। ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নেপোলি। ক্যাগলিয়ারিকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ইন্টারকে। ১৮ নম্বরে থাকা দলটির গোলরক্ষক গাজলিয়েলমো ভিকারিও রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের জন্য। নিয়মিত গোলরক্ষক আলেসিও ক্রাগনো কোভিড আক্রান্ত হওয়ায় বদলি হিসেবে খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন ভিকারিও। ম্যাচে ইন্টারের ক্রিশ্চিয়ান এরিকসেনের দুটি দুর্দান্ত প্রচেষ্টা নস্যাৎ করে দেন তিনি। ম্যাচের ১৫ মিনিটে রোমেলু লুকাকু ইন্টারের হয়ে গোল করলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। অবশেষে ৭৭ মিনিটে এ্যাশলে ইয়ংয়ের বদলি হিসেবে মাঠে আসা মরক্কোর তারকা আচরাফ হাকিমির পাসে ডারমিয়ান গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন। এই জয়ে রানার্সআপ হিসেবে গত মৌসুম শেষ করা ইন্টার সিরি’এ লীগে নিজেদের ১৯ নম্বর ট্রফির আরও কাছাকাছি পৌঁছে গেছে। ম্যাচশেষে ইন্টার কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে জানি। গত বছর অল্পের জন্য পারিনি। এবারও এখন পর্যন্ত আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এখনই সেটি হিসেব করতে পারব না। চাপের মধ্যে থেকে এটি করা সম্ভবও নয়। ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। শেষপ্রান্তে না পৌঁছানো পর্যন্ত তৃপ্তির ঢেঁকুর তোলা যাবে না। জেনোয়ার বিরুদ্ধে সহজ জয় পেলেও শিরোপা হাতছাড়া হওয়ার পথে জুভেন্টাসের। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে প্রথম গোল করেন ডেইয়ান কুলুসেভস্কি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। দুই গোল হজমের পর জেনোয়ার হয়ে এক গোল পরিশোধ করেন জানলুকা স্কামমাক্কা। এরপর ওয়েস্টন ম্যাককেনি তিন নম্বর গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন। ম্যাচশেষে জুভ কোচ আন্দ্রে পিরলো জানিয়েছেন তার দল এখনও ট্রফি নিয়ে আশাবাদী। সাবেক ইতালিয়ান মিডফিল্ডার বলেন, ফুটবলে আমার ধর্ম হচ্ছে প্রতিটি ম্যাচে আধিপত্য বিস্তার করা। কিন্তু এই মৌসুমে সব ম্যাচে সেটি ধরে রাখা সম্ভব হয়নি। তবে আমরা এখনই হাল ছেড়ে দিচ্ছি না। আগেরদিন আরেক ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এসি মিলানের সুইডিশ সুপারস্টার জ¬াতান ইব্রাহিমোভিচকে। ম্যাচের বয়স একঘণ্টা পার হতে না হতেই ১০ জনের দলে পরিণত হয় মিলান। মাঠ ছাড়ার আগে অবশ্য দুর্দান্ত খেলেন ইব্রা। দলের দু’টি গোল বানিয়ে দেন তিনি। যে কারণে একজন কম নিয়ে খেলেও পার্মাকে ৩-১ গোলে হারায় মিলান।
×