ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেডে বিধ্বস্ত টটেনহ্যাম

প্রকাশিত: ০০:০৫, ১৩ এপ্রিল ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেডে বিধ্বস্ত টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার মাইকেল আর্তেতার দল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে শেফিল্ড ইউনাইটেডকে। লীগের আরেক জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়েও ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে টটেনহ্যাম হটস্পারকে। দিনের অন্য ম্যাচগুলোতে ওয়েস্টহ্যাম ৩-২ গোলে লিচেস্টার সিটিকে আর নিউক্যাসল ইউনাইটেড ২-১ ব্যবধানে হারিয়েছে বার্নলিকে। তবে পয়েন্ট টেবিলের তেমন কোন পরিবর্তন ঘটেনি। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যামকে হারিয়ে ৩১ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হারলেও তৃতীয় স্থানে রয়েছে লিচেস্টার সিটি। ইউনাইটেডের সমানসংখ্যক ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৫৬ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধারে এবার বেশ ভালভাবেই এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার লিডস ইউনাইটেডের কাছে হারলেও অলৌকিক কিছু না ঘটলে লীগ শিরোপা জিততে এখন পর্যন্ত বড় কোন বাধা নেই পেপ গার্ডিওলার শিষ্যদের। তথাপি তাদের পেছনে বেশ ভালভাবেই ছুটে চলেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ভাল কিছুর লক্ষ্য নিয়েই রবিবার টটেনহ্যাম সফর করেছিল তারা। কিন্তু স্পার্শের কাছে ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে বসে ওলে গানার সোলসজায়েরের দল। ৪০ মিনিটে লুকাস মৌরার এ্যাসিস্টে দারুণ এক গোলে টটেনহ্যামকে এগিয়ে দেন। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক শিবির। তবে দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে ম্যানইউ। ৫৭ মিনিটে ফ্রেডের গোলে সমতায় ফিরে সফরকারী দল। এর ফলে প্রিমিয়ার লীগের ক্যারিয়ারে দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে উল্ভসের বিপক্ষে প্রিমিয়ার লীগের প্রথম গোলটি করেছিলেন ফ্রেড। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়েও যায় ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুইয়ান স্ট্রাইকারকে গোলে সহায়তা করেন গ্রীনউড। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৬ মিনিটে পল পগবার এ্যাসিস্ট থেকে সেই গ্রীনউডই গোল করলে ৩-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি টিনেজার খেলোয়াড় হিসেবে ম্যানইউর জার্সিতে ১৩তম গোল করার রেকর্ড গড়েন ম্যাসন গ্রীনউড। এই তালিকায় তার ওপরে রয়েছেন কেবল ক্লাবটির সাবেক ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনি (১৫)। সেইসঙ্গে ইংল্যান্ডের শীর্ষ সারির ফুটবল ইতিহাসে টানা ২৩ এ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সময় ১৫ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করে বাকি ৮ ম্যাচে। তাদের চেয়ে এ্যাওয়ে ম্যাচে বেশি জয় কেবল আর্সেনালের। ২০০৩ সালের এপ্রিল থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ২৭ এ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছিল গানাররা। অন্যদিকে সাবেক ক্লাবের বিপক্ষে গত পাঁচ ম্যাচের সবকটিতেই জয়হীন জোশে মরিনহোর দল। অথচ এর আগে ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১২ ম্যাচে জয়ের দেখা পেয়েছিলেন এই স্পেশাল ওয়ান। শুধু তাই নয়, এক মৌসুমে ১০ ম্যাচে পরাজয়ের লজ্জাও এখন জোশে মরিনহোর। কোচিং ক্যারিয়ারে এক মৌসুমে লীগে এত ম্যাচে আর কোন ক্লাবের হয়েই হার দেখেননি টটেনহ্যামের এই অভিজ্ঞ কোচ। এদিকে শেফিল্ড ইউনাইটেডের মাঠে আর্সেনালের বড় জয়ের নায়ক আলেক্সান্দে লাকাজেত্তে। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন তিনি। তার গোলেই ৩৩ মিনিটে প্রথম এগিয়ে যায় আর্সেনাল। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন লাকাজেত্তে। সেইসঙ্গে শেষ ছয় ম্যাচে পঞ্চম গোল করেন তিনি। চলতি মৌসুমে যা তার ১৩তম লীগ গোল। তার মাঝে ৭১ মিনিটে আর্সেনালের হয়ে বাকি গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২০২০ সালের জানুয়ারির পর ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের এটাই প্রথম গোল।
×