ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:৫৬, ১৩ এপ্রিল ২০২১

শোক সংবাদ

ডাঃ সাইফুল আলম রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ডেপুটি ডাইরেক্টর, সাবেক সিভিল সার্জন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল আলম চৌধুরী (৬৪) গত ৯ এপ্রিল মধ্যরাতে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। পরদিন বাদ জোহর বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা এবং বাদ আছর গাবতলী উপজেলার উজগ্রাম প্রাইমারী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার গ্রামের বাড়ি উজগ্রামের ১০টি মসজিদে এবং আজ মঙ্গলবার বগুড়া শহরে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অমির হোসনে গুলশান ২নং ডিসিসি মার্কেটের আমির বিপণি বিতানের মালিক আমির হোসেন সোমবার সকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শ্যামল চন্দ্র বাড়ৈ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর সাবেক কর্মচারী শ্যামল চন্দ্র বাড়ৈ (৬৫) রবিবার রাতে ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। সোমবার সকালে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। কাজী আমিনুল ইসলাম আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি কাজী আমিনুল ইসলাম (৫৬) গত ৫ এপ্রিল রাজধানীর আনোয়ার খান মর্ডান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, একেএম শহীদুল হক, মোঃ জাহিদ হোসেন ও মেজবা উদ্দিন আহমেদ একযুক্ত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আনোয়ারা বেগম নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১২ এপ্রিল ॥ সাংবাদিক হায়দার সরকারের মা আনোয়ারা বেগম (৮০) রবিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। তিনি ৭ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে কুমিল্লা জেলার দাউদকান্দি পাঁচগাছিয়ার নলচক গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
×