ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

প্রকাশিত: ২৩:২১, ১২ এপ্রিল ২০২১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন অব্যাহত রয়েছে। নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদাউস ও সাবেক এমপি মোহাম্মদ আলী, উখিয়া প্রেসক্লাব ও কক্সবাজার দোকান মালিক সমিতি শোক প্রকাশ করেছে। শোকবার্তায় এমপি আয়েশা ফেরদাউস ও সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী। তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ যার অভাব কখনও পূরণ হবে না। তারপরও আগামীতে দৈনিক জনকণ্ঠ তার আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে উখিয়া প্রেসক্লাব সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম কমর উদ্দিন মুকুল ও সদস্য মোঃ হানিফ আজাদ বলেন, আকর্ষিকভাবে আমরা সাংবাদিকতা জগতে এক পথ প্রদর্শককে হারিয়েছি। শ্রদ্ধাভরে স্মরণ করি দেশের সূর্যসন্তান এমএ খান মাসুদকে। তিনি ছিলেন দেশের গোটা সাংবাদিক সমাজের অভিভাবক। জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠ সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বৃহত্তর আলীর জাহাল এলাকার দোকান মালিক সমিতির নেতারা। বৃহত্তর আলীর জাহাল দোকান মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন একজন সৎ পথ প্রদর্শক। একজন সাহসী কলম সৈনিক। তিনি জনকণ্ঠ পত্রিকায় খবর প্রকাশের বেলায় কোনদিন কারও সঙ্গে আপোস করেননি। এমন প্রমাণ কেউ দিতে পারবে না। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নোয়াখালী ॥ জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালীর বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ‘৭১-এর রণাঙ্গনের প্রকৃতযোদ্ধা, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শনিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা দেন নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদাউস ও সাবেক এমপি মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্তরের জনগণ। আয়েশা ফেরদাউস ও সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল। তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ যার অভাব কখনও পূরণ হবে না। তারপরও আগামীতে দৈনিক জনকণ্ঠ তার আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে, এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। তিনি ছিলেন সামাজিক ও ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী, সাহসী, হাস্যোজ্জ্বল ও স্বাধীন চেতা। কর্মে দৃঢ় এবং নীতির প্রশ্নে ছিলেন আপোসহীন। সময়ের সাহসী সৈনিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে দেশ হারিয়েছেন ’৭১ এর রণাঙ্গনের সম্মুখযোদ্ধা ও অকুতোভয় দেশ প্রেমিককে। জাতির চরম ক্রান্তি লগ্নে প্রতিনিয়ত লড়াই করেছেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের এক পরীক্ষিত সৈনিক হিসেবে। এছাড়া জনকণ্ঠ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহানাজ বেগম ও ভাইস চেয়ারম্যান ও সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল আলম, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালী, সেনবাগ প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক এম এ আউয়াল, চাটখিল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হাবীবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব উদ্দিন ভুলু, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার ওয়াজী উল্যাহ প্রমুখ। উখিয়া প্রেসক্লাব ॥ বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক জনকণ্ঠ সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোঃ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উখিয়া প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম কমর উদ্দিন মুকুল ও সদস্য মোঃ হানিফ আজাদ বলেন, আকস্মিকভাবে আমরা সাংবাদিকতা জগতে এক পথ প্রদর্শককে হারিয়েছি। শ্রদ্ধাভরে স্মরণ করি দেশের সূর্যসন্তান এম এ খান মাসুদকে। তিনি ছিলেন, দেশের গোটা সাংবাদিক সমাজের অভিভাবক। নেতৃবৃন্দ আরও বলেন, এমএ খান মাসুদ ছিলেন একজন সাহসী কলম সৈনিক। সাংবাদিক সমাজের বাতিঘর। বীর মুক্তিযোদ্ধা ও জনকণ্ঠ সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোঃ আতিকউল্লাহ খান মাসুদকে হারিয়ে আমরা সাংবাদিকরা এক অমূল্য সম্পদকে হারিয়েছে। কক্সবাজার দোকান মালিক সমিতি ॥ মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বৃহত্তর আলীর জাহাল এলাকার দোকান মালিক সমিতির নেতারা। আলীর জাহাল দোকান মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন একজন সৎ পথ প্রদর্শক। একজন সাহসী কলম সৈনিক। তিনি জনকণ্ঠ পত্রিকায় খবর প্রকাশের বেলায় কোনদিন আপোস করেননি। এমন প্রমাণ কেউ দিতে পারবে না। ন্যায় ও নীতির পক্ষে আপোসহীন সাংবাদিকতা শিখিয়েছেন আতিকউল্লাহ খান মাসুদ। একই সঙ্গে চার বিভাগ থেকে জনকণ্ঠ প্রকাশ করে পাঠকের চাহিদা পূরণ করেছেন। শোক প্রকাশ আরও বিবৃতি দেন মোঃ বাদশা, এহছানুল হক, সেলিম উল্লাহ, ডাঃ মোহাম্মদ ইকবাল, কামাল উদ্দিন, আরিফুল ইসলাম ও দেলোয়ার হোসেন সওদাগর প্রমুখ।
×