ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন রাহুল গান্ধী

প্রকাশিত: ২৩:০২, ১২ এপ্রিল ২০২১

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন রাহুল গান্ধী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চার দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি চার দফা সম্পন্ন হবে আগামী তিন সপ্তাহের মধ্যে। তবে নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে এসে দৃশ্যপটে হাজির হচ্ছেন ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। নির্বাচনের মাঠে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমেছে। সে তুলনায় কংগ্রেসের প্রচার অনেকটাই আকর্ষণের বাইরে। কারণ ভোট প্রচারে পশ্চিমবঙ্গে গান্ধী পরিবারের কাউকেই দেখা যাচ্ছিল না। ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৪ এপ্রিল থেকে রাজ্যে নির্বাচনী প্রচারে নামবেন রাহুল। খবর এনডিটিভি ও পিটিআই অনলাইনের। পঞ্চম দফা ভোটগ্রহণের আগে নির্বাচনী প্রচারের শেষদিনে গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়ি নামক জায়গায় জনসভা করবেন রাহুল। আগে জানানো হয়েছিল, কেরল রাজ্যের ভোট শেষ হলেই পশ্চিমবঙ্গ সফরে যাবেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু ৬ এপ্রিল কেরলের ভোট সম্পন্ন হলেও তারা কেউ পশ্চিমবঙ্গ সফরে আসেননি। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই প্রিয়াঙ্কা গান্ধীকেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি কবে নাগাদ পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অংশ নেবেন বা আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান রাজ্য কংগ্রেস। তবে প্রিয়াঙ্কা গান্ধী না পারলেও দলের প্রচারে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। আগামী চার দফাতেই দলীয় প্রচারে অংশ নেবেন তিনি। তার সভায় সিপিএমের শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন বলে আভাস পাওয়া গেছে। এবার তৃণমূল নেতাদের হুমকি দিয়েছেন নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস নেত্রীর পক্ষ থেকে সবার ঘরে ঘরে রেশন পৌঁছে দেয়ার ঘোষণাকে কটাক্ষ করেন তিনি। মিঠুন বলেন, এটা আরেকটা বিজনেস প্ল্যান। এরা রাজনীতি করতে আসেনি, বিজনেস করতে এসেছে। আর রাজনীতি বিজনেস নয়, রাজনীতি হলো সেবা। মাসে ১ কোটি টাকা কামাই হবে, তাই এটা চালু করা হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশে মিঠুন বলেন, এটা (রেশন) আপনার অধিকার। ভিক্ষা নেবেন না। নিজে দাঁড়িয়ে থেকে রেশন তুলবেন। আর বলবেন, এক গ্রামও যদি কম হয়, তাহলে এই নম্বরে ফোন করব, আর এমএলএ ফাটাকেষ্ট এখানে হাজির হবে। হ্যাঁ, এটা তো আমি দেখাবই। সবকটার পাখনা কাটব। রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভায় তিনি এ কথা বলেন। তৃণমূলের কঠোর সমালোচনা করে মিঠুন বলেন, এরা রাজনীতি করতে নয়, বিজনেস করতে এসেছে। আর রাজনীতি বিজনেস নয়, রাজনীতি হলো সেবা। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এলে দুয়ারে রেশন পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। কীভাবে পৌঁছে দেবেন? প্রশ্ন মিঠুনের। জনসভায় তিনি বলেন, ১ তারিখে যদি সকলে রেশন তোলেন, তাহলে ৬ কোটি লোককে রেশন দিতে গেলে ৬ কোটি লোকের প্রয়োজন। সে লোক কোথায়? তার মানে যতদিন আপনার বাড়িতে রেশন পৌঁছবে না ততদিন উনুন জ্বলবে না। রাজ্যে সরকারের দুয়ারে রেশন প্রকল্প প্রত্যাখ্যান করার আহ্বান জানান মিঠুন। এদিকে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সব হাসপাতালকে শীতাতপ নিয়ন্ত্রিত করা, বিদ্যুতের দাম কমানো, বিধবা ভাতা চালুসহ একাধিক প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন এ অভিনেতা। শনিবার রাজ্যটিতে চতুর্থদফা নির্বাচনে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয় ও পায়েল সরকার হামলার শিকার হন। এসব হামলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট শুরুর পরপরই কুচবিহারের শীতলকুচির পাঠানটুলিতে তরুণ বর্মণ নামের ১৮ বছরের এক ভোটার ভোট দিতে যান। এ সময় ওই কেন্দ্রে ভোট নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলির সময় তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ বছরই তিনি প্রথম ভোটার হয়েছিলেন। মৃত আনন্দ বর্মনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিজেপি। অন্যদিকে আনন্দকে তৃণমূলের কর্মী বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
×