ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলকাতার কাছে ১০ রানে হারল হায়দরাবাদ

প্রকাশিত: ২৩:০২, ১২ এপ্রিল ২০২১

কলকাতার কাছে ১০ রানে হারল হায়দরাবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি। তবে বল হাতে উইকেট নিলেন সাকিব আল হাসান। চার ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নিলেন ১ উইকেট। নিজেদের প্রথম ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্সকে তারা হারিয়েছে ১০ রানের ব্যবধানে। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে গেছে ডেভিড ওয়ার্নারের দল। জনি বেয়ারস্টোর ঝড়ো ৫৫ রান এবং মানিশ পান্ডের অপরাজিত ৬১ রানেও জয় এলো না সানরাইজার্সের। ব্যাটসম্যানদের পর বল হাতে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল নাইটরা। শেষ ৬ বলে হায়দরাবাদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু আন্দ্রে রাসেলের বুদ্ধিমত্তার কাছে হার মানল ডেভিড ওয়ার্নারের দল। খবর ক্রিইনফোর। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স। ১০ রানে হারায় উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে। ডেভিড ওয়ার্নার করেন ৩ রান। ঋদ্ধিমান সাহা করেন ৭ রান। এরপর ৯২ রানের জুটি বাধেন বেয়ারেস্ট আর মানিশ পান্ডে। এক সময় তো কেকেআরের জয়ই সুদূরপরাহত মনে হচ্ছিল। কিন্তু প্যাট কামিন্স এসে জুটি ভাঙ্গেন। ৫৫ রান করে আউট হয়ে যান বেয়ারস্টো। মোহাম্মদ নবি করেন ১৪ রান। বিজয় শঙ্কর করেন ১১ রান। ১৯ রানে অপরাজিত থেকে যান আবদুল সামাদ। কেকেআরের হয়ে ২ উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান, প্যাট কামিন্স এবং আন্দ্রে রাসেল। চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে কেকেআর। ৮০ রানে অপরাজিত থাকেন নিতিশ রানা। শুভমান গিল করেন ১৫ রান। রাহুল ত্রিপাথি করেন ৫৩ রান।
×