ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:৪০, ১১ এপ্রিল ২০২১

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

গত ১৫/০৩/২০২১ ইং তারিখে জনকণ্ঠ কর্তৃপক্ষ ২৬ জন সাংবাদিক ও কর্মচারীকে অব্যাহতি দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে, চাকরিচ্যুতদের মধ্যে ২৩ জন এখনও বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন মিডিয়ায় জনকণ্ঠের পরিচয় দিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় জানাতে চান যে, চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের সঙ্গে দৈনিক জনকণ্ঠের কোন সম্পর্ক নেই। কেউ যদি তাদের সঙ্গে কোন ধরনের যােগাযােগ বা সম্পর্ক রাখেন তবে তার দায়দায়িত্ব কর্তৃপক্ষ নিবেন না। চাকরিচ্যুত এই ২৩ জনের তালিকা নিচে দেয়া হলাে : ১। মােঃ ফিরােজ আল মামুন (ফিরােজ মান্না) (সিনিয়র স্টাফ রিপাের্টার), ২। রাজন ভট্টাচার্য (সিনিয়র স্টাফ রিপাের্টার), ৩। বিভাষ বাড়ৈ (সিনিয়র স্টাফ রিপাের্টার), ৪। মোঃ মামুন-অর-রশিদ (রশিদ মামুন) (সিনিয়র স্টাফ রিপাের্টার), ৫। নিখিল মানখিন (সিনিয়র স্টাফ রিপাের্টার), ৬। মােঃ আশরাফ হােসেন (মিথুন আশরাফ) (সিনিয়র স্টাফ রিপাের্টার, ক্রীড়া), ৭। মীর লিয়াকত আলী (মফস্বল ইনচার্জ), ৮। মােঃ ওয়াজেদ হীরা (স্টাফ রিপাের্টার), ৯। মশিউর রহমান খান (স্টাফ রিপাের্টার), ১০। গাফফার খান চৌধুরী (স্টাফ রিপাের্টার), ১১। মােঃ শাহীনুর রহমান (স্টাফ রিপাের্টার), ১২। হাসানুজ্জামান তরুণ (ইনচার্জ ফটো সেকশন), ১৩। সবিতা রহমান সাজু (স্টাফ ফটোগ্রাফার), ১৪। মােঃ তৌফিকুজ্জামান তালুকদার (অপু) (সাব-এডিটর), ১৫। মােঃ আনােয়ারুল ইসলাম (সাজু আহমেদ) (সাব-এডিটর), ১৬। মলয় বিকাশ দেবনাথ (সাব-এডিটর), ১৭। সব্যসাচী দাশ (সহ- সম্পাদক), ১৮। রফিকুল ইসলাম রাজু (সহ-সম্পাদক, মফস্বল), ১৯। গিরীশ চন্দ্র বালা (সহ-সম্পাদক), ২০। মােঃ উজ্জলুর রহমান (সম্পাদনা সহকারী, ডেপুটি ইনচার্জ), ২১। পলাশ চন্দ্র দাশ (সম্পাদনা সহকারী), ২২। প্রসেনজিত কুমার পাল (কম্পিউটার অপারেটর), ২৩। খােকন কুমার গুন (কম্পিউটার অপারেটর)। জনকণ্ঠ কর্তৃপক্ষ
×