ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরাতে গমনেচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি সম্পর্কে সতর্কতা

প্রকাশিত: ২২:১৬, ১২ এপ্রিল ২০২১

আমিরাতে গমনেচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি সম্পর্কে সতর্কতা

স্টাফ রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যের দুবাই কিংবা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরে ভিজিট বা টুরিস্ট ভিসায় গমনেচ্ছু যাত্রীদের কাছ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, এয়ারপোর্ট সাপোর্টের নামে অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগীদের তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। রবিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে বলা হয়, এয়ারপোর্ট সাপোর্টের নামে কোন টিকেট বিক্রেতা অধিক টাকা চাইলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন পুলিশ ইউনিটকে জানানোর অনুরোধ করা হলো। ভিজিট বা টুরিস্ট ভিসায় দুবাই ও ইউএই গমনেচ্ছু যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে অতি মুনাফালোভী টিকেট বিক্রেতাগণ অতিরিক্ত মূল্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
×