ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নারীসহ মৃত্যু ৫

প্রকাশিত: ২১:২১, ১১ এপ্রিল ২০২১

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নারীসহ মৃত্যু ৫

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট ও চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও আইসোলেশন ইউনিট থেকে এসব তথ্য জানানো হয়েছে। মৃত ব্যাক্তিরা হলেন, চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৩), চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের মজিবুর রহমান (৬৫), হাজীগঞ্জ উপজেলার কাশিমাবাদ প্রতাপুর গ্রামের মোতাহার (৭০), কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আবদুল মতিন (৫০) ও চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনোয়ারা বেগম (৮০)। সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যে জানাগেছে, সিরাজুল ইসলাম রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মজিবুর রহমান শনিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণ করেন। মোতাহার হোসেন ঢাকায় নেয়ার পথে ৫টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। আবদুল মতিন গতকাল রাত ১০টায় ঢাকায় নেয়ার পথে এ্যাম্ব্যুলেন্সে মৃত্যুবরণ করেন। আনোয়ারা বেগম রবিবার (১১ এপিল) বিকেল সাড়ে ৪টায় আইসোলেশন সেন্টারে মৃত্যুবরণ করেন। মৃত ব্যাক্তিরা অসুস্থ্য হলে গত ৩১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে করোনা পরীক্ষার নমুনা দেন। চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে চলতি এপ্রিল মাসের ১১ তারিখ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এক বছরে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২২০৩১টি। এর মধ্যে প্রজিটিভ রিপোর্ট ৩৫০৬টি। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২৫জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ২৯৩৮জন। চিকিৎসাধীন রোগী ৪৮৮জন। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রোগী ৩৭জন। করোনা শনাক্ত হয়ে আজকে নতুন ভর্তি হয়েছেন ১০জন।
×