ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের প্রকাশনা বন্ধে গেটে তালা

প্রকাশিত: ১৯:২৪, ১১ এপ্রিল ২০২১

জনকণ্ঠের প্রকাশনা বন্ধে গেটে তালা

বিশেষ প্রতিনিধি ॥ প্রকাশনা বন্ধের উদ্দেশ্যে চাকরিচ্যুতদের একাংশ বহিরাগতদের নিয়ে রবিবার দুপুর থেকে সাড়ে ৪ ঘন্টা গেটে তালাদিয়ে জনকণ্ঠভবন অবরুদ্ধ করে রাখে। জনকণ্ঠ প্রকাশনা বন্ধে মূলত তারা গেটে তালা দিয়ে কর্মীদের প্রবেশ বন্ধ করে দেয়। এ সময় জনকণ্ঠসহ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের অন্যান্য প্রতিণ্ঠানে কর্মরত বিভিন্ন বিভাগের প্রায় দেড়শত কর্মী আটকা পড়ে। অবরোধকারীরা এ সময় বাংলামটোর-মগবাজার সড়কটিও বাঁশের বেরিকেট দিয়ে আটকে দেয়। এ ঘটনায় পুরো এলাকায় তীব্রযানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে জরুরী এ্যম্বুলেন্সসহ গণপরিবহন ও সরকারী-বেসরকারী বিভিন্ন গাড়ি। দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা আটকে থাকার পর পরিবহনকর্মী ও আশে-পাশের এলাকার জনগণ ক্ষুব্দ হয়ে অবরোধকারিদের ওপর চড়াও হয়। এ সময় তারা বাঁশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে এবং তা দিয়ে অবরোধকারিদের ধাওয়া দেয়। সঙ্গে সঙ্গে জনকণ্ঠ ভবনে আটকে থাকা কর্মীরা তালা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং ক্ষুব্দ জনগণের সঙ্গে যোগ দেয়। ধাওয়া খেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়। এর পর থেকে জনকণ্ঠ আবার পুরোদমে কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টায় অবরোধকারীরা জনকণ্ঠ ভবনে তালা দেয়। এ সময় জনকণ্ঠ ভবন থেকে পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। বর্তমানে জনকণ্ঠের প্রকাশনা অব্যাহত রাখার জন্য পুরোদমে কাজ চলছে।
×