ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বায়রা নির্বাচন : ৩ জনকে ভোটার করার নির্দেশ

প্রকাশিত: ১৮:০৯, ১১ এপ্রিল ২০২১

বায়রা নির্বাচন : ৩ জনকে ভোটার করার নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) আসন্ন নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় তিনজনের নাম অন্তভুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুহুল আমীন স্বপন ও জয়নাল আবেদীনসহ তিনজনের করা পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে আদালত তাদেরকে ভোটার তালিকায় অন্তভুক্ত করতে নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার রাশনা ইমাম। বায়রার পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবু তালেব। ব্যারিস্টার রাশনা ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া আরও ১০ জনকে ভোটার তালিকায় অন্তভুক্ত করতে পৃথক একটি রিট আবেদন করা হয়েছে। আগামীকাল এসব রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। আগামী ২২ মে বায়রা নির্বাচন। এ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন উপলক্ষে গত ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে। তবে বেশ কয়েকজন বাদ পড়েছেন।
×