ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে বীজ আলুর ন্যায্য মূল্য চান বিএডিসির চুক্তিবদ্ধ চাষীরা

প্রকাশিত: ১৬:২৪, ১১ এপ্রিল ২০২১

শেরপুরে বীজ আলুর ন্যায্য মূল্য চান বিএডিসির চুক্তিবদ্ধ চাষীরা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে উৎপাদিত বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএডিসির চুক্তিবদ্ধ বীজ আলু চাষীরা। আজ রবিবার সকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শেরপুর সদর উপজেলায় বিএডিসির চুক্তিভিত্তিক কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলু চাষী সমিতির সভাপতি উসমান গণি। ওইসময় তিনি বলেন, এ বছর সদর উপজেলায় ৪৬০ একর জমিতে বীজ আলু উৎপাদন করা হয়েছে। বিগত বছরেরবীজ আলু উৎপাদন খরচের তুলনায় এ বছর খরচ বেশি হলেও এবার প্রতি কেজি বীজ আলুর সরকারী মূল্য নির্ধারণ করা হয়েছে ‘এ’ গ্রেড ১৯ টাকা এবং ‘বি’ গ্রেড ১৬ টাকা। অথচ গত বছর যা ছিল ‘এ’ গ্রেড ২৩ টাকা এবং ‘বি’ গ্রেড ২২ টাকা। এতে করে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন এবং তারা হতাশ হয়েছেন। তিনি আরও বলেন, বিগত দিনে বিএডিসি কৃষকদের উৎপাদন খরচের চেয়ে আলু বীজের মূল্য ৩০ শতাংশ বেশি দিয়েছিল। সেই হিসেবে এ বছর প্রতি কেজি আলু বীজের মূল্য হয় ‘এ’ গ্রেড ২৭ টাকা এবং ‘বি’ গ্রেড ২৫ টাকা। তাই ২০২০-২০২১ অর্থ বছরের প্রতি কেজি বীজ আলুর মূল্য ২৫ থেকে ২৭ টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আলু বীজ চাষী আতাউর রহমান হেলাল, জুলহাস উদ্দিন বাদশা, মিলন মিয়া, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে এ বিষয়ে শেরপুর বিএডিসির (টিসি) উপ-পরিচালক মো. খলিলুর রহমান বলেন, জেলায় ২০২০-২১ অর্থবছরে ৪৬০ একর জমিতে বীজ আলু চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ২৪৩ মেট্রিক টন। আর এবার উৎপাদন হয়েছে ২ হাজার ৩শ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। বীজ আলু উৎপাদনের সাথে সদর উপজেলায় বিএডিসির সাথে ৬৩ জন কৃষক সরাসরি চুক্তিবদ্ধ এবং পরোক্ষভাবে প্রায় ৬শ কৃষক জড়িত রয়েছেন। তিনি বীজ আলুর মূল্য এবার কিছুটা কম স্বীকার করে বলেন, এবার নির্ধারিত মূল্যটা পুনঃমূল্যায়নের দাবি রাখে। আরেকটু মূল্য বাড়ালে কৃষকরা অবশ্যই উপকৃত হবেন। তবে এটি উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে মূল্যের বিষয়ে জানতে চাওয়া হয় তাহলে চাষীদের দাবি তুলে ধরবেন বলেও জানান তিনি।
×