ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ

প্রকাশিত: ১৫:৫১, ১১ এপ্রিল ২০২১

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ

অনলাইন ডেস্ক ॥ ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের একটি ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এই কেন্দ্রে তেহরান নতুন অত্যাধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ চালু করার একদিন পর রবিবার এ ঘটনা ঘটে বলে ইরানের প্রেস টিভির প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “এ ঘটনা কোনো হতাহত বা দূষণের কারণ হয়নি। নাতাঞ্জ স্থাপনার বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। গত বছর নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন সেটিকে ইরানের পারমাণবিক কর্মসূচীতে নাশকতা চালানোর উদ্যোগ বলে অভিহিত করেছিল দেশটির সরকার। ভূগর্ভস্থ নাতাঞ্জ স্থাপনাটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীর কেন্দ্রস্থল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা এই কেন্দ্রটি পর্যবেক্ষণে রেখেছেন। ২০১৫ সালে তেহরান ছয় বিশ্ব শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক চুক্তি করেছিল। কিন্তু তিন বছর আগে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এখন তেহরান ও ওয়াশিংটন ওই চুক্তিটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইরান পারমাণবিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর দেশটির ওপর থেকে তুলে নেওয়া নিষেধাজ্ঞাগুলো ফের আরোপ করেন ট্রাম্প, পাশাপাশি আরও অনেক নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেন। যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পারমাণবিক চুক্তির অনেক শর্ত লঙ্ঘন করা শুরু করে ইরান। পক্ষ দুটো চুক্তিতে ফিরে আসা নিয়ে গত সপ্তাহে ভিয়েনায় পরোক্ষ আলোচনায় বসেছিল। তখন দুপক্ষই নিজ নিজ অবস্থানে কঠোরতা দেখিয়েছে।
×