ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াহিদুল ইসলাম শুভ্রর ছুটে চলা

প্রকাশিত: ০১:১১, ১১ এপ্রিল ২০২১

ওয়াহিদুল ইসলাম শুভ্রর ছুটে চলা

সংস্কৃতি ডেস্ক ॥ প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনায় সব সময় মুন্সীয়ানার পরিচয় দেন। তার হাত ধরে এ পর্যন্ত নির্মিত হয়েছে বেশকিছু জনপ্রিয় ও সফল রিয়েলিটি শো। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের অভিজ্ঞতা নিয়ে শুভ্র বলেন, আমার মাথায় সব সময় ঘুরপাক খায় যে, কিভাবে ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান নির্মাণ করা যায় তা নিয়ে। কারণ, দর্শক নতুন নতুন সব অনুষ্ঠানের মাঝে বৈচিত্রের ছোঁয়া খুঁজে পায়। আয়োজনগুলোতে ভিন্নতা আনা গুরুত্বপূর্ণ। তাইতো সব সময় আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকে। আমি বরাবরই চেষ্টা করি আমার অনুষ্ঠানে এমনকিছু রাখতে যা অন্য সবার চেয়ে কিছুটা হলেও আলাদা। যা দর্শকের একঘেয়েমি থেকে মুক্তি দেবে। তা না হলে আমাদের দর্শক অন্য দেশের অনুষ্ঠানের প্রতি ঝুঁকে পড়বে। যার ফলে আমাদের সংস্কৃতির ওপর ভিনদেশী সংস্কৃতির বিরুপ প্রভাব পড়বে। শুভ্র’র প্রযোজনায় এনটিভিতে বেশকিছু অনুষ্ঠান ও রিয়েলিটি শো প্রচার হয়েছে। সেগুলোর মধ্যে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে- মিউজিক্যাল শো ‘মিউজিক জ্যাম’, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল নিয়ে অনুষ্ঠান ‘ওল্ড স্কুল বিটস’, পহেলা বৈশাখের ওপেন এয়ার ইভেন্ট, ফ্যাশন, মেকওভার ও লাইফস্টাইল বিষয়ক শো ‘স্টাইল এ্যান্ড ট্রেন্ড’, মার্কস অল রাউন্ডার, বাইক স্ট্যান্ট রিয়েলিটি শো ‘স্ট্যান্ট ম্যানিয়া’, সুপার শেফ, সঙ্গীতবিষয়ক আয়োজন ‘গানের বাজার’, মাল্টিট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’ ইত্যাদি। এই বিষয়ে তিনি বলেন, সবগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ, আমি যখন যে কাজটি করি চেষ্টা থাকে সেটিতে নিজের সর্বোচ্চটা দেয়ার।
×