ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শতাধিক দেশ কোভ্যাক্সের টিকা পেয়েছে

প্রকাশিত: ২১:৫১, ৯ এপ্রিল ২০২১

শতাধিক দেশ কোভ্যাক্সের টিকা পেয়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ টিকা সরবরাহ শুরুর ছয় সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের ছয় মহাদেশের শতাধিক দেশকে টিকা সরবরাহ করেছে কোভ্যাক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এবং বৈশ্বিক টিকা জোট গ্যাভি বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়। তাদের উদ্যোগে বিনামূল্যে টিকা সরবরাহ করা হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত হিসেবে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১৩ কোটি, ৪১ লাখ ৮৪ হাজার ১৬২ জন ছাড়িয়েছে। এ রোগে মারা গেছে, ২৯ লাখ ৭ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়েছে ১০ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৬৭ জন। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের। কোভ্যাক্সের মাধ্যমে যেসব টিকা দেয়া হচ্ছে তার মধ্যে ভারতে তৈরি এ্যাস্ট্রাজেনেকা টিকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল সংস্থা দুটি। কিন্তু ভারতে তৈরি টিকার স্থানীয় চাহিদা বেশি হওয়ায় পর্যাপ্ত ডোজ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ভারতে রেকর্ড শনাক্ত ॥ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ফের পূর্ববর্তী রেকর্ড ভেঙ্গেছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে মন্ত্রণালয়টি রেকর্ড এক লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত নতুন রোগী সংখ্যা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে অধিকাংশ রাজ্যের লড়াইয়ের মধ্যেই দৈনিক শনাক্তের উদ্বেগজনক এই রেকর্ড হলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের শনাক্ত রোগীর মোট সংখ্যা এক কোটি ২৯ লাখ ছাড়িয়ে গেছে। বুধবার দেশটিতে আরও ৬৮৫ জন করোনাভাইরাস রোগীর মৃত্যু হওয়ায় মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৬৬ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। আর লকডাউন নয়-বলসোনারো ॥ যত মানুষই মারা যাক লকডাউন দেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশে লকডাউন ঘোষণার কোন ইচ্ছা নেই বলে বৃহস্পতিবার ফের জানিয়ে দিয়েছেন তিনি। এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন, যার একদিন আগে ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশটিতে তিন হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের দিন এই সংখ্যাটি ছিল চার হাজার ১৯৫ জন। চাপেকো শহরে এক ভাষণে বলসোনারো বলেন, ‘ঘরে থাকা’ ও ‘সবকিছু বন্ধ রাখার’ নীতির রাজনীতি আমরা মেনে নিতে পারি না। যদিও করোনা মোকাবেলায় তার ওপর চাপ ক্রমাগত বেড়েই চলছে, তবুও সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, দেশে কোন লকডাউন ঘোষণা করা হবে না।
×