ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৫০, ৯ এপ্রিল ২০২১

করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥ দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪ ব্যক্তি। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃতের রেকর্ড। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ ব্যক্তি। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ রোগী। এখন পর্যন্ত হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ১৩২ এবং মৃত্যু ৯ হাজার ৫২১ রোগীর। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ ব্যক্তি, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ ব্যক্তি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ অতীতের সব রেকর্ড ভেঙ্গে করোনা শনাক্ত হন ৫ হাজার ১৮১ ব্যক্তি, সেই রেকর্ড ভেঙ্গে ৩১ মার্চ শনাক্ত হন ৫ হাজার ৩৮৫ ব্যক্তি। ১ এপ্রিল ফের শনাক্ত দাঁড়ায় ৬ হাজার ৪৬৯ ব্যক্তি। ২ এপ্রিল দাঁড়ায় ৬ হাজার ৮৩০ ব্যক্তি। এরপর ৪ এপ্রিল সব রেকর্ড ভেঙ্গে সাত হাজার ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় ৭ হাজার ৮৭ ব্যক্তি। বুধবার শনাক্ত হন ৭ হাজার ২১৩ জন। এটিই এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩২৮টি, এ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৮ ও নারী ২৬। ৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ ও বাড়িতে চার জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৪ জনের মধ্য বিশোর্ধ একজন, ত্রিশোর্ধ পাঁচজন, চল্লিশোর্ধ ছয়জন, পঞ্চাশোর্ধ ১৬ জন এবং ষাটোর্ধ ৪৬। বিভাগ ভিত্তিক হিসেবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে তিনজন, খুলনায় সাত, বরিশালে চার এবং সিলেট বভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
×