ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজ জয় ইমার্জিং মেয়েদের

প্রকাশিত: ২১:০২, ৯ এপ্রিল ২০২১

সিরিজ জয় ইমার্জিং মেয়েদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচ হাতে রেখেই সফরকারী দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা ৬ উইকেটে হারায় প্রোটিয়া মেয়েদের। ফলে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেভাগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। আগে ব্যাট করে রিতু মনি, রাবেয়া খান ও নাহিদা আক্তারের বিধ্বংসী বোলিংয়ে ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মেয়েদের ইনিংস। আনেকি বশ সর্বোচ্চ ৩০ রান করেন। ৩টি করে উইকেট নেন রিতু, রায়ো ও নাহিদা। জবাবে ওপেনার মুরশিদা খাতুন ব্যতীত বাংলাদেশের বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তবে মুরশিদা ৭১ বলে ৭ চারে ৪৬ রানের ইনিংস খেলাতে সহজ জয় পায় বাংলাদেশ মহিলা ইমার্জিং। ২৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
×