ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কারণে এবার নেই শাপলা-এলিনা

প্রকাশিত: ২০:৪২, ৮ এপ্রিল ২০২১

যে কারণে এবার নেই শাপলা-এলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ দুজনেই সুন্দরী, দুজনেই বিবাহিতা, দুজনেই নারায়ণগঞ্জের পূত্রবধু, দুজনেই দেশের শীর্ষ পর্যায়ের শাটলার, দুজনেই বাংলাদেশের ব্যাডমিন্টনের রত্ন -গর্ব, দুজনের স্বামীই সাবেক শাটলার এবং বর্তমানে ব্যাডমিন্টন কোচ ... খুঁজলে নিশ্চয়ই এমন মিল আরও পাওয়া যাবে। তবে বাংলাদেশ গেমসকে সামনে রেখে তাদের মধ্যে সর্বশেষ আরও একটি মিল পাওয়া গেছে। তা হলো দুজনেই এবার অন্তঃসত্তা হবার কারণে অংশ নিতে পারেননি বাংলাদেশ গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে। তাদের নাম? শাপলা আক্তার এবং এলিনা সুলতানা। বাংলাদশের নারী ব্যাডমিন্টন মানেই শাপলা-এলিনার রাজত্ব। শেষ দশটি জাতীয় চ্যাম্পিয়নশিপে সবকটিতেই শিরোপা জিতেছেন এই দুই নারী শাটলার। যার আটতিতে শাপলা, দুটিতে চ্যাম্পিয়ন হন এলিনা। ডাবলস মিক্সড ডাবলসেও শিরোপা উঠতো তাদের হাতে। ২০১৩ সালে সবশেষ বাংলাদেশ গেমসেও এলিনাকে হারিয়ে সোনা জিতেছিলেন শাপলা। প্রেগন্যান্ট হবার কারণে দুজনের কেউ খেলছেন না বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে। এদের অবর্তমানে নারী এককে সেরা হয়েছেন উর্মি আক্তার। শিরোপা জিতে তিনি স্বীকার করেছেন শাপলা-এলিনার অনুপস্থিতির কারণেই তার শিরোপা জেতা সম্ভব হয়েছে, শাপলা ও এলিনা আপু না থাকাতে আমার পক্ষে এই চ্যাম্পিয়নশিপ জেতা সহজ হয়েছে। তবে তারা থাকলে টুর্নামেন্টটি আরও জমতো।
×