ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ২০:৪২, ৯ এপ্রিল ২০২১

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ এপ্রিল ॥ বাউফলে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান, তার সম্বন্ধি ও শ্যালকসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে বৃহস্পতিবার পটুয়াখালীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জামিলা বেগম নামের এক গৃহবধূ এ লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সুপার অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অভিযোগে জামিলা বেগম উল্লেখ করেন, সূর্যমনি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুল গ্রামে তার বাড়ি। স্বামীর নাম মৃত এসমাইল হোসেন। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তিনি বাড়িতে একটি পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন। তার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, তার শ্যালক, আনিছুর রহমান ও সম্বন্ধি আলমগীর হোসেনসহ ৮ জন গত ২৪ মার্চ বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় তার পুত্রবধূ রিপা আক্তারকে মারধর করে স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ২০ হাজার টাকার নিয়ে যায়। এ ঘটনায় তিনি ২ এপ্রিল বাউফল থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ মামলা নেয়নি। এ বিষয়ে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কোন বাহিনী নেই। আমার ছেলে ঢাকায় থাকে। সাহাবুদ্দিন মেম্বার ঘর ছাড়া হয়নি।
×